ঢাকা, রবিবার, মার্চ ১৬, ২০২৫ | ২ চৈত্র ১৪৩১
Logo
logo

আমেরিকা ফেরত দিয়েছে ভিক্টর বাউটকে, রাশিয়া ছেড়েছে ব্রিটনি গ্রাইনারকে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২২, ০৭:১২ পিএম

আমেরিকা ফেরত দিয়েছে ভিক্টর বাউটকে, রাশিয়া ছেড়েছে ব্রিটনি গ্রাইনারকে

আমেরিকা ফেরত দিয়েছে ভিক্টর বাউটকে, রাশিয়া ছেড়েছে ব্রিটনি গ্রাইনারকে

আমেরিকা এবং রাশিয়ার মধ্যে দীর্ঘ আলোচনার পর গতকাল বন্দী বিনিময় হয়েছে। বন্দী বিনিময়ের ক্ষেত্রে আমেরিকা তাদের কারাগার থেকে মুক্তি দিয়েছে রাশিয়ার বিশ্বখ্যাত অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটকে। অন্যদিকে, রাশিয়া মুক্তি দিয়েছে মার্কিন সমকামী বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রাইনারকে।

গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই বন্দিকে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যকেন্দ্র দুবাইয়ে বিনিময় করা হয়। বাউটকে বিমানে করে আমেরিকা থেকে দুবাই আনা হয় আর গ্রাইনারকে বিমানে করে রাশিয়া থেকে দুবাইয়ে নেয়া হয়। বন্দী বিনিময় চুক্তি করার ক্ষেত্রে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান মধ্যস্থতা করেন। বন্দী বিনিময়ের ব্যাপারে আলোচনা হয়েছে আরব আমিরাতের রাজধানী আবুধাবির বিমানবন্দরে।
ভিক্টর বাউটকে ২০০৮ সালে থাইল্যান্ড থেকে আটক করে আমেরিকায় নিয়ে যাওয়া হয় এবং তিনি সেখানে ২০১১ সাল থেকে এ পর্যন্ত জেল খেটেছেন। অস্ত্র চোরাচালানের জন্য বাউটকে মার্কিন আদালত ২৫ বছরের কারাদণ্ড দেয় তবে তিনি কোনো রকমের অন্যায় কাজ করার কথা অস্বীকার করেন।
অন্যদিকে, গত ফেব্রুয়ারি মাসে মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রাইনার গাঁজাসহ মস্কো বিমানবন্দরে আটক হন। রুশ আদালত বিচার প্রক্রিয়ায় তাকে নয় বছরের কারাদণ্ড দেয়।
খবর পার্সটুডে/ এনবিএস/২০২২/একে