এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম
অন্যজনের সঙ্গে বিয়ে হয়ে গেছে প্রেমিকার, নিজের মাথায় গুলি করে আত্মঘাতী কিশোর
অন্য একজনের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল প্রেমিকার (Girlfriend Marries Someone Else)। ক্ষোভে, দুঃখে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করল ১৭ বছর বয়সি এক কিশোর (Rajasthan Teen Shoots Self)। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই মর্মান্তিক দৃশ্য।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাজস্থানের ভিলওয়াড়া জেলার মহাত্মা গান্ধী হাসপাতাল চত্বরের ভিতর। মৃত কিশোরের নাম যশ ব্যাস। ১৭ বছর বয়সি ওই কিশোরের সঙ্গে সম্পর্ক ছিল একই স্কুলের পড়ুয়া এক কিশোরীর।
কিন্তু সম্প্রতি অন্য এক যুবকের সঙ্গে বিয়ে হয়ে যায় তার প্রেমিকার। তারপর থেকেই অত্যন্ত মনমরা হয়ে থাকত যশ। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আত্মহত্যা করার আগে এই ব্যাপারে একটি স্ট্যাটাসও শেয়ার করেছিল যশ, যা থেকে স্পষ্ট, প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়া একেবারেই মেনে নিতে পারেনি সে।
বৃহস্পতিবার রাতে হাসপাতালে চত্বরে ঢুকে নিজের মাথায় গুলি করে যশ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উদয়পুরে স্থানান্তরিত করা হয়। সেখানেই শুক্রবার সকালে মৃত্যু হয় তার।
ময়নাতদন্তের পর তার দেহ পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবর দ্য ওয়ালের / এনবিএস/২০২২/একে