এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২২, ০৪:০৪ পিএম
আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলায় ৪২ ফিলিস্তিনি আহত
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলছে, অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশ বাহিনীর অভিযানে পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারে এ অস্থিরতা দেখা দেয়। নতুন করে সংঘর্ষ বাধে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিি দেরে মধ্যে রেড ক্রিসেন্ট বলেছে, আহতদের বেশিরভাগই শরীরের উপরিভাগে আঘাত পেয়েছে এবং গুরুতর ২২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আল-জাজিরা
ইসরায়েলি পুলিশের দাবি, ফিলিস্তিনি দাঙ্গাকারীরা পাথর ও আতশবাজি নিক্ষেপ করার পরে ইসরায়েলি বাহিনী কম্পাউন্ডে প্রবেশ করে, প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই নিয়ে গত দুই সপ্তাহে, ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা প্রাঙ্গনে সংঘর্ষে প্রায় ৩০০ ফিলিস্তিনি আহত হয়েছে।