এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২২, ০৪:০৪ পিএম
দুঃসময়ে বিরাট কোহলিকে পরামর্শ দিলেন যুবরাজ সিং
র্তমানে বিশ্বের অন্যতম এই সেরা ব্যাটারের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। চলমান আইপিএলের সর্বশেষ পাঁচ ম্যাচে করতে পেরেছেন মাত্র ২২ রান। যার মধ্যে দুইবার ‘গোল্ডেন ডাক’ মেরেছেন কোহলি। কালের কণ্ঠ
এই দুঃসময় কাটিয়ে উঠতে বিরাটকে পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক তারকা যুবরাজ সিং। তিনি বলেন, বিরাটকে ফের খোলা মনে খেলতে হবে। আগে সে যেমনটা ছিল, সেভাবে খেলতে হবে। যদি সে নিজেকে সেভাবে বদলাতে পারে, তাহলে সেটা তার খেলায় প্রতিফলিত হবে।
তিনি আরো বলেন, সে নিজেকে এই যুগের সেরা হিসেবে দীর্ঘদিন আগেই প্রমাণ করেছে। বিরাট কঠোর পরিশ্রমে বিশ্বাস করে। কঠোর অনুশীলন, কঠোর শরীরচর্চা করে। সেভাবেই বছরের পর বছর ধরে তার সেরাটা বিশ্ব মঞ্চে ফুটে উঠেছে।