ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

আফ্রিদি মিথ্যাবাদী, ষড়যন্ত্রকারী ও চরিত্রহীন: দানেশ কানেরিয়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২২, ০৪:০৪ পিএম

আফ্রিদি মিথ্যাবাদী, ষড়যন্ত্রকারী ও চরিত্রহীন: দানেশ কানেরিয়া

আফ্রিদি মিথ্যাবাদী, ষড়যন্ত্রকারী ও চরিত্রহীন: দানেশ কানেরিয়া

 পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানেশ কানেরিয়ার অভিযোগ শহীদ আফ্রিদি অধিনায়ক থাকাকালিন কয়েকবার বৈষম্যের স্বীকার হয়েছেন তিনি।  আফ্রিদি না থাকলে তার ওয়ানডে ক্যারিয়ারটা নাকি আরও দীর্ঘ হতো। কালের কণ্ঠ 

সীমিত ওভারের ক্রিকেটে নিজের জায়গা ধরে রাখতেই কানেরিয়াকে সব সময় উপেক্ষা করতেন আফ্রিদি, এমনটাই দাবি কানেরিয়ার। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি সম্পর্কে তিনি বলেন, সে (আফ্রিদি) কখনোই চাইত না আমি দলে থাকি। সে মিথ্যাবাদী, ষড়যন্ত্রকারী ও চরিত্রহীন একজন মানুষ। 

তিনি আরও বলেন, সে সব সময়ই আমাকে পেছন থেকে টেনে ধরতো। আমরা দুজনই লেগ স্পিনার ছিলাম। তাই আফ্রিদি আমাকে বসিয়ে দিত। আফ্রিদি অন্য খেলোয়াড়দের আমার বিরুদ্ধে উসকে দিত। আমার পারফরম্যান্স ভালো থাকায়, তাই সে আমাকে হিংসা করত