এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২২, ০২:১২ পিএম
চলন্ত গাড়ি থেকে ১০ মাসের মেয়েকে ছুড়ে ফেলে মাকে ধর্ষণের চেষ্টা! ভয়ঙ্কর ঘটনা মহারাষ্ট্রে
১০ মাসের শিশুকন্যাকে নিয়ে শেয়ার ক্যাবে উঠেছিলেন তরুণী। শিশুটিকে চলন্ত গাড়ি থেকে ছুড়ে ফেলে দিয়ে (Toddler Flung Out Of Cab) ক্যাবের ভিতরেই তরুণীর শ্লীলতাহানি করল (Mother Molested) ক্যাবের চালক এবং সহযাত্রীরা। তারপর তাঁকেও গাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে দিয়ে পালাল দুষ্কৃতীরা।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) পালঘর জেলার ওয়াদা তহশিলে মুম্বই-আমদাবাদ রোডে। শনিবার সকালে পেলহার থেকে একটি শেয়ার ক্যাব বুক করে ১০ মাসের শিশু সন্তানকে নিয়ে পোশেরে ফিরছিলেন তরুণী। সেখানেই মাঝরাস্তায় গাড়িটি চালক এবং অন্যান্যরা তরুণীকে ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ। তাতে বাধা দিতেই তাঁর সন্তানকে কেড়ে নিয়ে চলন্ত গাড়ি থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়।
এরপর তরুণীকেও গাড়ি থেকে রাস্তায় ফেলে দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, গাড়ি থেকে ছুড়ে ফেলে দেওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। ওই তরুণীও গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাণ্ডবী থানায় ইতিমধ্যেই ওই ক্যাবের চালক এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে