এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২২, ০৩:১২ পিএম
ঘূর্ণিঝড় ম্যান্ডোসের তাণ্ডব! অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টি, খোঁজ মিলছে না ৭ মৎস্যজীবীর
শনিবারই তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ম্যান্ডোস (Cyclone Mandous)। তার জেরেই অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) দক্ষিণ উপকূলে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। তার মধ্যেই খোঁজ মিলছে না সাতজন মৎস্যজীবীর একটি দলের (7 fishermen missing)।
জানা গেছে প্রকাশন জেলার সিঙ্গারায়াকোন্ডার পোলাপালেম গ্রামের সাতজন মৎস্যজীবী ৬ দিন আগে সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিলেন। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর থেকেই তাদের কোনও খোঁজ মিলছে না বলে জানা গেছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় ঝড়ে গাছ উপড়ে পড়ার জেরে ছিঁড়ে পড়েছে একাধিক বৈদ্যুতিক তার। সেই রকমই একটি তারের সংস্পর্শে আসার ফলে মৃত্যু হয়েছে নেলোর জেলার ইনামাদুগু গ্রামের বাসিন্দা ৫০ বছর বয়সি এক ব্যক্তির।
প্রবল বর্ষণের জেরে তিরুপতি, নেলোর এবং চিত্তুর জেলার একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে বলে জানা গেছে। জল জমে গেছে সাবওয়েগুলিতেও। তিরুপতিতে দুটি বাড়ি ভেঙে পড়েছে এবং ৪টি পশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুধুমাত্র তিরুপতি জেলাতেই ২০০-র বেশি লোককে ত্রাণকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
তবে এই বৃষ্টিপাত শাপে বর হয়েছে রায়ালাসীমা এলাকায়। ভারী বৃষ্টিপাতের কারণে প্রাণ ফিরে পেয়েছে তিরুমালা-তিরুপতি এলাকার জলপ্রপাতগুলি। রিজার্ভারগুলিতে জল সঞ্চিত হওয়ার ফলে ওই এলাকায় পানীয় জলের সমস্যা অনেকটাই মিটেছে বলে জানা যাচ্ছে।
।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে