ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

রুবেলের পরিবারের পাশে অভিভাবক হিসেবে সবসময় থাকবো: মেয়র আতিক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২২, ০৪:০৪ পিএম

রুবেলের পরিবারের পাশে অভিভাবক হিসেবে সবসময় থাকবো: মেয়র আতিক

রুবেলের পরিবারের পাশে অভিভাবক হিসেবে সবসময় থাকবো: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম রাজধানীর বাড়িধারায় প্রয়াত ক্রিকেটার মোশাররফ রুবেলের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। সমকাল

এ সময় তিনি রুবেলের স্ত্রী, সন্তান, মা ও ভাইসহ উপস্থিত তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং রুবেলের মৃত্যুতে সহমর্মিতা জানান। এসময় মেয়র রুবেলের শিশুপুত্র রুশদানকে কিছু উপহার সামগ্রী প্রদান করেন এবং তার সাথে গল্প করে কিছু সময় কাটান।

 সাক্ষাৎ শেষে মেয়র উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, রুবেলের ছেলে রুশদান রুবেলের শূন্যস্থান পূরণ করে এই জাতির জন্য অবদান রাখবে বলে আমি আশা করি। আমি এই পরিবারের একজন সদস্যের মতো অভিভাবক হিসেবে সবসময় পাশে থাকবো এবং সিটি কর্পোরেশন এই পরিবারের যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবে।