এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২২, ০৫:১২ পিএম
সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ: মরক্কো কোচ
কাতার বিশ্বকাপে রইল বাকি চার দল। নানা ঘটন-অঘটনের পর টিকে আছে ফ্রান্স, ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা ও মরক্কো। বিশ্বকাপের আগে সেমির লাইনআপে কেউই হয়তো মরক্কোকে ভাবেননি। সেই দেশটিই একে একে গুঁড়িয়ে দিয়েছে বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মতো পরাশক্তিদের।
আফ্রিকার দেশ হলেও মরক্কো মুসলমানদের প্রতিনিধিত্ব করছে কাতার বিশ্বকাপে। তাই এ নিয়ে গোটা মুসলিম বিশ্বে, বিশেষ করে আরব বিশ্বে উৎসব শুরু হয়ে গেছে। উৎসব করছেন ফিলিস্তিনিরাও। আবার ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে নেমেছেন মরক্কোর ফুটবলাররাও।
গতকাল শক্তিশালী পর্তুগালকে হারিয়ে দিয়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে অঘটন আখ্যা দিলেও তা মানতে নারাজ মরক্কোর কোচ রেগারাগুই। তিনি বলেন, এটা অঘটন নয়। আমরা ভালো খেলেছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ।
মরক্কো প্রথম আরব দেশ, যারা বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। স্পেনের বিপক্ষে পেনাল্টি শুটআউটের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করেছিলেন দেশটির ফুটবলাররা।
বিএস/ওডে/সি