ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ক্যাম্প ন্যুয়ে সংস্কার কাজ শুরু হলে মন্টজুইকে হোম ম্যাচ খেলবে বার্সেলোনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২২, ০৫:০৪ পিএম

ক্যাম্প ন্যুয়ে সংস্কার কাজ শুরু হলে মন্টজুইকে হোম ম্যাচ খেলবে বার্সেলোনা

ক্যাম্প ন্যুয়ে সংস্কার কাজ শুরু হলে মন্টজুইকে হোম ম্যাচ খেলবে বার্সেলোনা

 বার্সেলোনা ক্লাবের সভাপতি লাপোর্তা এবং মেয়রের পক্ষ থেকে একটি বিবৃতিতে জুনে বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যূ এর সংস্কার শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। সংস্কারে সময় লাগবে প্রায় তিন বছর। বিডিনিউজ২৪

 মাঠসহ আশে পাশের সংস্কারে খরচ হবে প্রায় ১৫০ কোটি ইউরো। ২০২২-২৩ মৌসুমে ধারণ ক্ষমতার শতভাগ দর্শক নিয়েই মাঠে খেলা হবে তবে একইসাথে মাঠের সংস্কারও চলতে থাকবে। মাঝে শুধু ২০২৩-২০২৪ মৌসুমে বার্সা হোম ম্যাচ খেলবে মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে। পরের পর নিজেদের মাঠে দল ফিরে আসলেও দর্শক প্রবেশ করতে পারবে ধারণ ক্ষমতার অর্ধেক। স্থানিও রেডিও স্টেশন আরসি ওয়ান জানিয়েছে, সামনের মৌসুমে নতুন স্পন্সর স্ফটিফাইয়ের সাথে চুক্তিতে যাবে বার্সেলোনা এবং মাঠের নাম হবে স্পটিফাই ক্যাম্প ন্যু