ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

 পর্তুগিজ কোচের ওপর ক্ষোভ ঝাড়লেন রোনালদোর বান্ধবী জর্জিনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২২, ০৫:১২ পিএম

 পর্তুগিজ কোচের ওপর ক্ষোভ ঝাড়লেন রোনালদোর বান্ধবী জর্জিনা

 পর্তুগিজ কোচের ওপর ক্ষোভ ঝাড়লেন রোনালদোর বান্ধবী জর্জিনা

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পরাজয়ের স্বাদ নিয়ে চোখের জ্বলে বিদায় নিয়েছেন সময়ের অন্যতম তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

পর্তুগালের হয়ে শেষ দুই ম্যাচের শুরুর একাদশে জায়গা হয়নি রোনালদোর। মরক্কোর কাছে পরাজয়ের পর তার পক্ষ নেন বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। কোচ ফার্নান্দো সান্তোষের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি।

রাউন্ড অব সিক্সটিনে সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোকে মূল একাদশে না রাখা সামাজিক যোগাযোগমাধ্যমে যাচ্ছে তাই বলেন, বোন এলমা আভেইরো। এবার একই কাজ করলেন রোনালদোর বান্ধবী এবং সন্তানের মা।

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে রোনালদোকে মূল একাদশে না দেখে বেশ চটেছেন তিনি। এমনকি সিআরসেভেনের পরিবর্তে গনসালো রামোসকেও কথা শোনাতে ভোলেননি।

সামাজিক যোগাযোগ্যমাধ্যমে ইনস্টাগ্রামে জর্জিনা লিখেন, তোমার (রোনালদো) বন্ধু এবং কোচ ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই বন্ধু, যাকে তুমি অনেক সম্মান করো, ভক্তি করো। সেই একই বন্ধু, যখন সে দেখল দলের অবস্থা খারাপ, তখন সে ঠিকই তোমাকে মাঠে নামাল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।

জর্জিনা আরও লেখেন, আপনি আপনার সবচেয়ে বড় অস্ত্রকে, বিশ্বের সেরা খেলোয়াড়টিকে অবজ্ঞা করতে পারেন না, ছোট করে দেখতে পারেন না। এমন কোনো খেলোয়াড়কে খেলাতে পারেন না যার এ পর্যায়ে খেলার যোগ্যতাই নেই। জীবন আমাদের অনেক কিছুই শিক্ষা দেয়। আমরা হারিনি, শিক্ষা নিয়েছি। রোনালদো তোমাকে  আমরা ভালোবাসি।

বিএস/ওডে/সি