ঢাকা, মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫ | ৮ মাঘ ১৪৩১
Logo
logo

 আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের সেই রেফারিকে অব্যাহতি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২২, ০৫:১২ পিএম

 আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের সেই রেফারিকে অব্যাহতি

 আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের সেই রেফারিকে অব্যাহতি

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে হলুদ কার্ডের বন্যা বইয়ে দিয়েছেন রেফারি অ্যান্তনিও মাতেও লাহোজ। খেলোয়াড় ও কোচিং স্টাফদের দিকে ১৯ বার হলুদ কার্ড উঁচিয়ে ধরেছেন তিনি। এ নিয়ে আপত্তি এসেছে দুই দলের পক্ষ থেকেই। মার্কা

ম্যাচটির এমন রেফারিং নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি হলুদ কার্ড দেখানো লাহোজকে কাতার বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো পরিচালনা করা থেকে অব্যাহতি দিল ফিফা।

খেলার পর লাহোজের রেফারিং নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন খোদ মেসি। ক্ষুব্ধ কণ্ঠে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘এমন রেফারিকে এ ধরনের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত হয়নি ফিফার। তিনি এর যোগ্যই না। রেফারির কারণেই অতিরিক্ত সময়ে খেলা গড়িয়েছে। সে সব সময় আমাদের বিপক্ষে ছিল।’

ম্যাচশেষে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের এএফএ পক্ষ থেকে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। এর পরই রেফারি লাহোজকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বিএস/ওডে/সি