ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

 রোনালদোকে শুরুর একাদশে না রাখাটা ভুল ছিলো: লুইস ফিগো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২২, ০৬:১২ পিএম

 রোনালদোকে শুরুর একাদশে না রাখাটা ভুল ছিলো: লুইস ফিগো

 রোনালদোকে শুরুর একাদশে না রাখাটা ভুল ছিলো: লুইস ফিগো

১-০ গোলে মরক্কোর কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে পর্তুগাল। খেলার শেষ বাঁশি বাজতেই কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে বের হয়ে যান ক্রিশ্চিয়ানো রোনালদো। পরপর দুই ম্যাচ বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো পর্তুগিজ এই মহাতারকার পাশে দাঁড়ালেন দ্বদেশী কিংবদন্তী লুইস। দলের ব্যর্থতার দায় কোচ ফার্নান্দো সান্তোসের উপর চাপালেন পর্তুগালের এই প্রাক্তন মহাতারকা ফুটবলার ফিগো। তার মতে, রোনালদোকে বসিয়ে রেখে ভুল করেছেন সান্তোস।

৩৮টি বসন্ত পার করে ফেলা ক্রিশ্চিয়ানো রোনালদোকে আর হয়তো কখনোই দেখা যাবে না গ্রেটেস্ট শো অন আর্থে। টানেল দিয়ে হেঁটে যাওয়ার সময় অশ্রুসিক্ত রোনালদোর ছবিই বলে দেয়, এমন বিদায় তিনি চাননি। বিশ্বকাপ থেকে দেশ ছিটকে যাওয়ার পরে ফিগো বলেছেন, রোনালদোকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখে বিশ্বকাপ জেতা যায় না।

হতে পারে আপনি সুইজারল্যান্ডকে হারিয়েছেন। সেটা ভাল কথা। কিন্তু এ ভাবে প্রতি ম্যাচ জেতা যায় না। রোনালদোকে বসিয়ে রাখার সিদ্ধান্ত ভুল। এই হারের দায় দলের কোচ ও ম্যানেজমেন্টের।

বিএস/ওডে/সি