ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ধরা পড়ে ঘুষের টাকা গিলে ফেলার চেষ্টা, পুলিশকর্মীর মুখে হাত ঢুকিয়ে বের করা হল নোট!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম

ধরা পড়ে ঘুষের টাকা গিলে ফেলার চেষ্টা, পুলিশকর্মীর মুখে হাত ঢুকিয়ে বের করা হল নোট!

ধরা পড়ে ঘুষের টাকা গিলে ফেলার চেষ্টা, পুলিশকর্মীর মুখে হাত ঢুকিয়ে বের করা হল নোট!

 ফরিদাবাদে (Faridabad) ঘুষ নিতে গিয়ে হাতনাতে ধরা পড়ল পুলিশ। যদিও ভিজিল্যান্স অফিসারদের হাতে ধরা পড়ামাত্র ঘুষের টাকা গিলে ফেলার চেষ্টা করলেন অভিযুক্ত সাব-ইন্সপেক্টর। বিষয়টি বোঝামাত্র ওই সাব-ইন্সপেক্টরের মুখে হাত ঢুকিয়ে বাধা দেন ভিজিল্যান্স অফিসাররা (Vigilance Officers)। গোটা ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। পুলিশের এই কাণ্ডে চমকে গিয়েছে নেটদুনিয়া। নেটিজেনদের একাংশের কটাক্ষ, ঠিক এতটাই নিষ্ঠা ছিল পরাধীন ভারতের বিপ্লবীদের, যেমনটা দেখা গেল ঘুষখোর এক পুলিশ আধিকারিকের মধ্যে।

জানা গিয়েছে, হরিয়ানা পুলিশের (Haryana Police) অভিযুক্ত সাব-ইন্সপেক্টরের নাম মহেন্দ্র উলা। অভিযোগ একটি মহিষ চুরির মামলায় ঘুষ নেন তিনি। মহিষ মালিক শুভনাথকে জানিয়ে দেন, ১০ হাজার টাকা উপরি দিলে তবেই এই মামলার নিষ্পত্তি করা করবেন, নচেত নয়। প্রথম দফায় মহেন্দ্রকে ৬ হাজার টাকা দেন শুভনাথ। বাকি চার হাজার টাকাও দেবেন ঠিক করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু জানিয়ে ভিজিল্যান্সে অভিযোগ জানান তিনি।

এরপরই এদিন ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে যান মহেন্দ্র। ধরার পড়ার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, বিষয়টা বোঝামাত্র মাথায় হাত পড়ে যায় মহেন্দ্রর। চাকরি খোয়া যাওয়ার ভয়ে চরম সিদ্ধান্ত নেন তিনি। হাতে থাকা চার হাজার টাকা নোটগুলিকে মুখে পুরে গিলে ফেলার চেষ্টা করেন। যদিও দুই ভিজিল্যান্স অফিসার নিরস্ত করার চেষ্টা করেন মহেন্দ্রকে। তিনজনের মধ্যে রীতিমতো কুস্তি শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত ভিজিল্যান্স অফিসাররা মহেন্দ্রর মুখের ভিতরে হাত ঢুকিয়ে টাকা বের করে আনতে সক্ষম হয়।

এদিকে পুলিশের ঘুষ খাওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। নেটিজেনরা বলছেন, একটিমাত্র ঘটনা সামনে এসেছে। এমন কত ঘটনা ঘটে গোটা দেশে। সরকারি চাকরি বাঁচাতে যেভাবে ঘুষের টাকা গিলে ফেলার চেষ্টা করছিলেন অভিযুক্ত সাব-ইন্সপেক্টর মহেন্দ্র উলা, তা নিয়েও কটাক্ষ করেছেন নেটিজেনরা।
সংবাদ প্রতিদিন/এনবিএস/২০২২/একে