এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম
বারাকপুর সংশোধনাগারে কারামন্ত্রী অখিল গিরি, কথা বললেন বন্দিদের সঙ্গে
মঙ্গলবার বারাকপুর সংশোধনাগার পরিদর্শনে এলেন কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। তিনি বন্দীদের অবস্থা সরজমিনে খতিয়ে দেখে কথাও বলেন তাঁদের সঙ্গে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
এদিন অখিল গিরি বলেন, “সরকারের তরফে রুটিন ইনস্পেকশন হচ্ছে। সেই কারণেই এদিন এসেছিলাম। বন্দিদের সঙ্গে কথা বলেছি। তাঁদের কাছে জানতে চেয়েছি সরকারি সমস্ত পরিষেবা তারা পাচ্ছে কিনা। আগের থেকে অনেক ভাল পরিষেবা পাচ্ছেন বলে তারা জানিয়েছে।”
বিজেপির ডিসেম্বর মাস নিয়ে হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন, “এই রকম পাঁচটা তারিখ পেরিয়ে যাবে। কিছুই হবে না। চমক দেওয়ার জন্য এগুলো বলা হচ্ছে।” পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী খুঁজে পাবে না বলেও এদিন কটাক্ষ করেন তিনি।
সংবাদ প্রতিদিন/এনবিএস/২০২২/একে