ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

 চট্টগ্রাম টেস্টে ৩৬ ওভারে ভারতের সংগ্রহ ৪ ইউকেটে ১২৩


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২২, ০৩:১২ পিএম

 চট্টগ্রাম টেস্টে ৩৬ ওভারে ভারতের সংগ্রহ ৪ ইউকেটে ১২৩

 চট্টগ্রাম টেস্টে ৩৬ ওভারে ভারতের সংগ্রহ ৪ ইউকেটে ১২৩

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে শুরুটা ভালো করেছিল ভারত। দুই ওপেনার শুভমান গিল ও লোকেশ রাহুল ৪১ রানের জুটি গড়েন। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৭ রানের মধ্যে তুলে নিয়েছে ভারতের ৩ উইকেট। সবমিলিয়ে প্রথম সেশনটা দারুণ কেটেছে বাংলাদেশের।

২৬ ওভারে ৩ উইকেটে ৮৫ রান নিয়ে প্রথম দিনের লাঞ্চ বিরতিতে যায় ভারত। লাঞ্চের পর ফিরে যান রিশভ পান্ত। এ প্রতিবেদন খেলা পর্যন্ত ৩৬ ওভারে ৪ উইকেটে ভারতের সংগৃহ ১২৩ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। কুয়াশাভেজা সকালে ভারতকে চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। দুই পেসার এবাদত হোসেন আর খালেদ আহমেদের করা প্রথম পাঁচ ওভার দেখেশুনে কাটিয়ে দেন লোকেশ রাহুল আর শুভমান গিল। অবশেষে জুটিটি ভাঙেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারকে প্যাডেল সুইপ করতে গিয়ে ইয়াসির আলীর হাতে ধরা পড়েছেন শুভমান গিল (২০)। দলীয় ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত।

১৩তম ওভারের পর ১৯তম ওভারে আরও এক উইকেট হারায় ভারত। এবার খালেদের বলে ইনসাইডেজ হয়ে বোল্ড রাহুল (২২)। তার পরের ওভারে আরও এক উইকেট। এবার তাইজুলের ঘুর্ণিতে এলবিডব্লিউ ভারতীয় ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি (১)। পরে মেহেদি হাসান মিরাজের বলে সাজঘরে ফেরেন রিশভ পান্ত।

বিএস/ওডে/সি