ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১
Logo
logo

 স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’ ১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সারাদেশে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২২, ০৩:১২ পিএম

 স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’ ১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সারাদেশে

 স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’ ১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সারাদেশে

মুক্তিযুদ্ধের সত্য একটি ঘটনা অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’ বিজয় দিবসে সারাদেশের প্রেক্ষাগৃহ ছাড়াও বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রদর্শিত হবে।  এ চলচ্চিত্রের গল্পটি পিরোজপুর জেলার আমড়াঝুড়ি কাউখালী উপজেলার আশোয়া আমড়াঝুড়ি নামক স্থানের ওমর ফারুক ও তার মায়ের গল্প নিয়ে। নাট্যকার মাসুম রেজার চিত্রনাট্যে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নির্মাণ করেছেন এম এম জাহিদুর রহমান বিপ্লব। সিনেমাটি ২০১৭-১৮ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত।

সিনেমায় ওমর ফারুক ২১ বছরের যুবক, স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু করেন। ১৯৭১ সালের ২৩ মার্চ পিরোজপুরের টাউন ক্লাব চত্বরে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন ওমর ফারুক। এক সন্ধ্যায় অন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পিরোজপুরের ট্রেজারি ভেঙে লুট করেন অস্ত্র। আত্মগোপনে থেকে সুসংগঠিত করতে থাকেন মুক্তিযোদ্ধাদের। যুদ্ধের এক রাতে ফিরে ভাত খাবে বলে মাকে কথা দিয়ে যায় ওমর ফারুক। সেই রাত্রে সে পাক বাহিনীর হাতে ধরা পড়েন ওমর।

সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছেন দিলারা জামান, ওমর ফারুকের ভূমিকায় অভিনয় করেছেন সাঈদ বাবু। আরও আছেন বন্যা মির্জা, সাহেদ শরীফ খান, খাইরুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, সালমা রহমান, আইনুন পুতুল, রিপন চৌধুরী, কাজী রাজু, সৈয়দ শুভ্রসহ অনেকে।
বিজয় দিবসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে বিনামূল্যে ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ দেখার সুযোগ পাবে। এর আগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রিমিয়ার শো প্রদর্শিত হয়।

বিএস/ওডে/সি