ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

গুজরাটের নতুন বিধায়কদের মধ্যে ১৬ শতাংশের বিরুদ্ধে রয়েছে গুরুতর মামলা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম

গুজরাটের নতুন বিধায়কদের মধ্যে ১৬ শতাংশের বিরুদ্ধে রয়েছে গুরুতর মামলা

গুজরাটের নতুন বিধায়কদের মধ্যে ১৬ শতাংশের বিরুদ্ধে রয়েছে গুরুতর মামলা

ভারতে বিজেপিশাসিত গুজরাটে নবনির্বাচিত বিধায়কদের বিরুদ্ধে ১৬ শতাংশের বিরুদ্ধে গুরুতর মামলা রয়েছে। একইসঙ্গে ১৮২ জন বিধায়কের মধ্যে ১৫১ জনই এবার কোটিপতি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে গুজরাটে ক্ষমতাসীন বিজেপি সপ্তমবারের মতো নির্বাচনে জিতে পুনরায় সরকার গঠন করেছে। ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ বিজয়ী বিধায়কদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে,  যাতে তাদের অপরাধমূলক, আর্থিক এবং অন্যান্য রেকর্ডের বিবরণ দেওয়া হয়েছে।  

বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের মধ্যে ২২ শতাংশ (৪০ বিধায়ক) নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিষয়ে ঘোষণা করেছেন। এটি অবশ্য ২০১৭ সালের পরিসংখ্যান থেকে কম। সে সময়ে ৪৭ জন বিধায়ক নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা ঘোষণা করেছিলেন। অভিযুক্ত ৪০ জন বিধায়কের মধ্যে কমপক্ষে ২৯ জন নিজেদের বিরুদ্ধে ‘গুরুতর ফৌজদারি মামলা’র কথা জানিয়েছেন।  গুরুতর অপরাধের মধ্যে সেই মামলাগুলো অন্তর্ভুক্ত যা জামিন অযোগ্য। এর অধীনে সর্বোচ্চ পাঁচ বছর বা তার বেশি কারাদণ্ডের বিধান রয়েছে। এসব ঘটনায় হামলা, খুন, অপহরণ, ধর্ষণের মতো মামলা রয়েছে। তিনজনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রয়েছে এবং একজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা নথিভুক্ত রয়েছে। 

১৮২ আসন সমন্বিত গুজরাটে হিন্দুত্ববাদী বিজেপির ১৫৬ জন বিজয়ী প্রার্থীর মধ্যে ২৬ জন এবং কংগ্রেসের ১৭ জন বিজয়ী প্রার্থীর মধ্যে ৯ জন নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা ঘোষণা করেছেন। অন্যদিকে, ২০১৭ সালের তুলনায় এবার 'কোটিপতি' বিধায়কের সংখ্যা বেশি। ১৮২ জন নবনির্বাচিত বিধায়কের মধ্যে ১৫১ জনই 'কোটিপতি'। ২০১৭ সালের তুলনায় এবার কোটিপতির সংখ্যা ১০ জন বেশি।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে