ঢাকা, সোমবার, মার্চ ১৭, ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১
Logo
logo

ক্যানসারের টিকা বানাচ্ছে মোডার্না, এমআরএনএ প্রযুক্তিতে বড় আবিষ্কারের পথে মার্কিন কোম্পানি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম

ক্যানসারের টিকা বানাচ্ছে মোডার্না, এমআরএনএ প্রযুক্তিতে বড় আবিষ্কারের পথে মার্কিন কোম্পানি

ক্যানসারের টিকা বানাচ্ছে মোডার্না, এমআরএনএ প্রযুক্তিতে বড় আবিষ্কারের পথে মার্কিন কোম্পানি


ঠিক যেমনভাবে করোনার ভ্যাকসিন তৈরি হয়েছে, তেমন ভাবেই বার্তাবহ বা মেসেঞ্জার আরএনএ (mRNA) দিয়ে ক্যানসারের টিকা (Cancer Vaccine) তৈরি হয়েছে। আবিষ্কারক সেই ভ্যাকসিন-খ্যাত মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মোডার্না (Moderna)। এবার ফার্মা রিসার্চ সেন্টার মার্কের (Merck) সঙ্গে হাত মিলিয়ে আর আরএনএ টেকনোলজিতে (RNA Technology) ক্যানসারের টিকা বানিয়েছে মোডার্না। এই টিকার ট্রায়ালে সাফল্যও পাওয়া যাচ্ছে বলে দাবি। 
ক্যানসারের মতো মারণ রোগের ভ্য়াকসিন (Cancer Vaccine) তৈরি সম্ভব কিনা সে নিয়ে বহু বছর ধরেই চর্চা চলছে। ক্যানসারের ভ্যাকসিন যদি বানানো যায় এবং তা মানুষের শরীরে কার্যকরী হয়, তাহলে সেটা হবে চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বড় আবিষ্কার। বিশ্বজুড়ে বিজ্ঞানীরাই এই গবেষণায় মাথা ঘামিয়ে যাচ্ছেন। জরায়ুমুখের টিকা নিয়ে গবেষণা চলছে। এবার ত্বকের ক্যানসারের (Melanoma Cancer) টিকা তৈরি করছেন মোডার্নার গবেষকরা।
মোডার্নার সিইও স্টিফেন ব্যানসেল জানিয়েছেন, এই ভ্যাকসিন ক্যানডিডেটের নাম mRNA-4157/V940, ক্যানসার আক্রান্ত রোগীদের শরীরে দু’বার ট্রায়াল করে ৪৪% সাফল্য পাওয়া গেছে। ক্যানসার কোষের বিভাজন থামানো যাচ্ছে বলে দাবি করেছেন তিনি। 
ত্বকে থাকা মেলানোসাইট কোষ যদি ক্ষতিগ্রস্থ হতে শুরু করে এবং ত্বকে মেলানিনের তারতম্য ঘটে, তাহলে ত্বকের ক্যানসারের (Melanoma) ঝুঁকি বেড়ে যায়। অনেকের ত্বকই খুব স্পর্শকাতর। সূর্যের গনগনে রোদ বেশি ত্বকে লাগলে সেখানে জ্বালাপোড়া ব্যথা, র‍্যাশ হতে পারে। সূর্যের অতিবেগুনী রশ্মি ত্বক একেবারেই সহ্য করতে না পেরে তার মেলানিন রঞ্জকের ভারসাম্য বিগড়ে যেতে পারে। তখন ত্বকে এমন দাগছোপ দেখা দিতে পারে যা পরবর্তীতে ম্যালিগন্যান্ট হয়ে ভয়ানক ত্বকের ক্যানসার (Skin Cancer) হানা দিতে পারে। মোডার্নার ভ্যাকসিন এই ক্যানসারই সারাবে বলে দাবি করেছে।

ক্যানসার মানেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি একেবারে তলানিতে চলে আসা। খুব দ্রুত ক্যানসার কোষের বিভাজন হয়। টি-কোষ (cd8+, cd4+), ম্যাক্রোফেজ ও ডেনড্রাইটিক কোষগুলি নষ্ট হতে শুরু করে। বিজ্ঞানীদের লক্ষ্য ছিল এমন টিকা বানানো যা, ক্যানসার কোষগুলিকে নষ্ট করতে পারে। কী ধরনের ইমিউনিটি গড়ে তুলতে হবে তা ঠিক করতে পারে আরএনএ প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিনই। এই ধরনের ভ্যাকসিন শরীরে অ্যাডাপটিভ ইমিউনিটি তৈরি করতে পারে। এই ভ্যাকসিনের ট্রায়াল সবদিক থেকে সফল হলে ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী আবিষ্কার হবে বলেই মনে করছেন গবেষকরা।

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে