এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম
হাবরায় রেললাইন লাগোয়া বস্তিতে বিধ্বংসী আগুন, ব্যাহত রেল পরিষেবা
বুধবার বিকেল নাগাদ বিধ্বংসী আগুন লাগে হাবরায় (Habra Fire Broke)। সেখানকার রেললাইন লাগোয়া বস্তিতে হঠাৎই আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে ঘরগুলি। রেললাইন লাগোয়া হওয়ায় বনগাঁ শাখায় আপ-ডাউন লাইনে পরপর ট্রেন দাঁড়িয়ে পড়ে। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।
স্থানীয় সূত্রে খরব, বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ ওই বস্তিতে আগুন লেগে যায়। সেই আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়তে থাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন। প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে খবর, পকেট আগুন নেভানোর কাজ চলছে। কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। যদিও সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত হতাহতের কোনও খবর মেনেলি। দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হতে শুরু করে পরিষেবা।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে