এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম
স্ত্রীকে মেরে ৪০০ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে সৎকার, মিসিং ডায়েরিও করল স্বামী! তারপর…
স্ত্রীকে খুন (murder) করে বাড়ি থেকে ৪০০ কিলোমিটার দূরে গিয়ে শেষকৃত্য (cremation) সেরে এসেছিল। এরপর পুলিশে গিয়ে স্ত্রী’র নিখোঁজ হয়ে যাওয়ার গল্প ফেঁদেছিল ডাক্তার (doctor) স্বামী। কিন্তু শেষ অবধি এসবে কোনও লাভ হল না! টানা পুলিশি জেরার মুখে মঙ্গলবার নিজের দোষ স্বীকার করেছে ওই অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরিতে। মৃতার নাম বন্দনা অবস্থি (২৮)।
জানা গেছে, গত ২৬ নভেম্বর নিজের স্ত্রী’কে প্রথমে খুন করে অভিষেক অবস্থি নামের সেই ডাক্তার। এরপর বাড়ি থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে গড়মুক্তেশ্বরে গিয়ে তার শেষকৃত্যের কাজ সেরে ফেলে। এই গোটা ঘটনার সময় তার বাবা গৌরিশঙ্কর অবস্থিও সঙ্গে ছিল। পুলিশ জানিয়েছে যে, অভিযুক্ত অভিষেক অবস্থি আয়ুর্বেদিক ডাক্তার। গত মাসে স্ত্রী’র সঙ্গে হঠাৎই তার ঝগড়া শুরু হয়। সেই ঝগড়া হাতাহাতিতে গড়ায়। তখনই বন্দনার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে অভিষেক। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বন্দনা।
স্ত্রীকে হত্যার পর অভিষেক ও তার বাবা একটি স্যুটকেসে দেহটি ভরে অ্যাম্বুলেন্সে চাপিয়ে নিয়ে চলে যায় ৪০০ কিলোমিটার দূরে গড়মুক্তেশ্বরে। সেখানেই দেহটির সৎকার করে দেয় দু’জন। এরপর সেখান থেকে বাড়ি ফিরে থানায় গিয়ে বন্দনা অবস্থির নামে নিখোঁজ ডায়েরি করেন স্বামী অভিষেক।
ঘটনার তদন্তে নেমেই সন্দেহ হয় পুলিশের। এরপর গত সোমবার অভিষেককে থানায় ডেকে জেরা শুরু করে পুলিশ। সেখানেই টানা জেরার মুখে ভেঙে পড়ে সে। মঙ্গলবার নিজের দোষ স্বীকার করে। জানায়, স্ত্রী’র সঙ্গে কিছু বিষয়ে মতবিরোধের জেরে ঝগড়া শুরু হয়েছিল। এরপর হাতাহাতি চলাকালীন ভারী বস্তু দিয়ে বন্দনার মাথায় আঘাত করতেই সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বন্দনার।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে