ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

 ড্রেসিংরুমে ব্রাজিলকে উপহাস করে আর্জেন্টিনার গান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২২, ০১:১২ পিএম

 ড্রেসিংরুমে ব্রাজিলকে উপহাস করে আর্জেন্টিনার গান

 ড্রেসিংরুমে ব্রাজিলকে উপহাস করে আর্জেন্টিনার গান

ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই ক্রোয়েশিয়ার কাছে ২০১৮ বিশ্বকাপের গ্রুপপর্বে ৩-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। এবার তাদের হারিয়েই ২০১৪ সালের পর আবার বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত হওয়ায় আর্জেন্টিনার উল্লাস ছিল বাঁধভাঙা।

ড্রেসিংরুমেও তাদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। সেখানে তারা ‘ইউনিসন’ গান গেয়ে, নেচে-নেচে উল্লাস করে। তেমনই একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন রক্ষণভাগের খেলোয়াড় নিকোলাস ওটামেন্ডি।

কিন্তু এই ভিডিওতে গানে গানে আর্জেন্টিনার কোচ ও খেলোয়াড়রা ব্রাজিল ও ইংল্যান্ডকে এক হাত নিয়েছে। গানে তারা ব্রাজিলকে খোঁচা দিয়েছে এরকম কিছু বলে যে, পাঁচবারের চ্যাম্পিয়নরা কেঁপে কেঁপে বিদায় নিয়েছে। আর ইংল্যান্ডকে বলেছে ‘ফা** ইংলিশ’। সঙ্গে টেনেছে মালভিনাসকে ফকল্যান্ড দ্বীপ।

মূলত ব্রাজিল ও আর্জেন্টিনা চির প্রতিদ্বন্দ্বী। ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিল হেরে বিদায় নেওয়ার বিষয়টিতে দারুণ খুশি হয়েছে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা। ব্রাজিল বিদায় না নিলে সেমিফাইনালে তাদের সঙ্গে দেখা হয়ে যেত মেসি-ডি মারিয়াদের।

অন্যদিকে ফকল্যান্ড দ্বীপকে আর্জেন্টিনা ‘আইসলাস মালভিনাস’ বলে। যেটা নিয়ে ১৯৮২ সালে আর্জেন্টিনা যুদ্ধ করেছিল ব্রিটেনের সঙ্গে। যে দ্বীপটি ১৮৪১ সাল থেকে ব্রিট্রিশ ক্রাউন কলোনির অংশ। দ্বীপটির অধিকাংশ অধিবাসী ব্রিটিশ, তারা অবশ্য ব্রিটিশ শাসনের পক্ষে।

ফকল্যান্ড নিয়ে যুদ্ধের পর ১৯৮৬ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতেছিল আলবিসিলেস্তারা।

বিএস/ওডে/সি