ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

 হারজিত ছাপিয়ে দুই বন্ধুর জার্সি বদল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২২, ০৩:১২ পিএম

 হারজিত ছাপিয়ে দুই বন্ধুর জার্সি বদল

 হারজিত ছাপিয়ে দুই বন্ধুর জার্সি বদল  

ফাইনালে ওঠার লড়াইয়ে ফরাসিদের কাছে থমকে গেল আটলাস সিংহের দল। রেফারির শেষ বাঁশির পর ফ্রান্সের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পের মুখে যখন চওড়া হাসি, তখন মরক্কোর সবচেয়ে বড় তারকা আশরাফ হাকিমির চোখে জল।

এ সময় দেখা গেল দারুণ এক দৃশ্য। দলের সঙ্গে উচ্ছ্বাসে যোগ দেওয়া বাদ দিয়ে প্রিয় বন্ধু হাকিমিকে খুঁজছেন এমবাপ্পে। মাটিতে লুটিয়ে পড়া হাকিমিকে টেনে তুললেন এবং জড়িয়ে ধরে বন্ধুকে সান্ত্বনা দিলেন। একে অন্যের সঙ্গে জার্সিও বদল করেছেন এ দুই ক্লাব সতীর্থ। তারপর হাকিমির জার্সি পরে ছবিও তুলেছেন এমবাপ্পে।

প্যারিস সেইন্ট জার্মেইয়ে পিএসজি ২০২১ সালে যোগ দেওয়ার পর থেকে এমবাপ্পের সঙ্গেই সবচেয়ে ঘনিষ্ঠ হাকিমি। বন্ধুকে ভালোবেসে পেঙ্গুইন ডাকেন ফরাসি সেনসেশন।


বিশ্বকাপের আগে একে অপরের বিপক্ষে খেলা নিয়ে খুনসুটিও করেছেন দুজন। তাদের দেখা হলো ঠিকই। তাতে একজনের স্বপ্ন ভাঙল, আরেকজন এগিয়ে স্বপ্নের পথে।


আগামী রোববার লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে এমবাপ্পের ফ্রান্স লড়বে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে।

বিএস/ওডে/সি