ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

 স্টুডিওতে বসে বিশ্বকাপের ফাইনাল দেখবেন ওয়েন রুনি ও শাহরুখ খান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২২, ০৬:১২ পিএম

 স্টুডিওতে বসে বিশ্বকাপের ফাইনাল দেখবেন ওয়েন রুনি ও শাহরুখ খান

 স্টুডিওতে বসে বিশ্বকাপের ফাইনাল দেখবেন ওয়েন রুনি ও শাহরুখ খান

কাতার বিশ্বকাপের ফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ফ্রান্স। দুই দলের দুই তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের ওপরই নজর বেশি থাকবে ফাইনালে। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের চোখ থাকবে টিভি পর্দায়। খেলা দেখবেন শাহরুখ খানও।

টুইটারে একটি ভিডিও প্রকাশ করে শাহরুখ লিখেছেন, মাঠে মেসি ও এমবাপ্পে, স্টুডিওতে ওয়েন রুনি ও আমি । ১৮ ডিসেম্বরের রাতটি দারুণ হতে যাচ্ছে।

ভিডিওতে দেখা গেছে সাবেক তারকা ফুটবলার ওয়েন রুনিকেও। ভাঙা ভাঙা হিন্দিতে রুনিকে বলতে শোনা গেছে, পরিস্থিতি ওলটপালট হয়ে যেতে পারে। সিট বেল্ট বেঁধে নিন।

বিএস/ওডে/সি