ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

নীরব মোদীকে ভারতে ফিরতেই হবে, ব্রিটেন সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন পলাতক হিরে ব্যবসায়ী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম

নীরব মোদীকে ভারতে ফিরতেই হবে, ব্রিটেন সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন পলাতক হিরে ব্যবসায়ী

নীরব মোদীকে ভারতে ফিরতেই হবে, ব্রিটেন সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন পলাতক হিরে ব্যবসায়ী

দেশে ফিরতেই হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বিপুল টাকা তছরুপের অভিযোগে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদীকে (Nirav Modi)। ভারতে প্রত্যাবর্তন করতে চান না বলে, ব্রিটেনের সুপ্রিম কোর্টে (UK Supreme Court) আবেদন করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় ওই দেশের শীর্ষ আদালত।
বৃহস্পতিবার আবেদন খারিজ হওয়ায় নীরবের ভারতে না ফেরার শেষ আশাটুকুও রইল না। এর আগেই লন্ডন হাইকোর্ট নীরবের ভারতে প্রত্যাবর্তনের পক্ষেই রায় দিয়েছিল। সেইসব নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করতে চেয়েছিলেন তিনি। সেখানেও ধাক্কা খেলেন নীরব মোদী। 
উল্লেখ্য, ২০১৮ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ৬ হাজার কোটি টাকারও বেশি জালিয়াতি করে দেশ ছাড়ার অভিযোগ ওঠে নীরব মোদীর বিরুদ্ধে। তারপর থেকেই তাঁকে দেশে ফেরানোর ব্যাপারে সচেষ্ট হয় ভারত। গত ১৫ এপ্রিল ব্রিটেনের মুখ্যসচিব প্রীতি প্যাটেল নীরবকে ভারতে প্রত্যর্পণের চুক্তিতে সই করেন।
কিন্তু দেশে ফিরতে চান না বলে প্রথমে লন্ডন হাইকোর্টে আবেদন করেন নীরব। দীর্ঘ শুনানির পর গত মাসে লন্ডনের উচ্চ আদালত নীরবের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও তাঁর আবেদন খারিজ করে দেয়। 
ভারতে এখনও পর্যন্ত নীরবের দু’হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। মাস দুয়েক আগেই হংকংয়ে তাঁর প্রায় আড়াইশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে