এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২২, ১০:১২ পিএম
অমিতাভকে নিয়ে জয়া: ওর মাথাটা যে ঠিক আছে এই অনেক
কয়েক সেকেন্ডের বক্তৃতা। আর তাতেই কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে হাসির রোল তুলে দিলেন প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bacchan)। কারণ তিনি যে কয়েকটি বাক্য বললেন, তা অমিতাভ বচ্চনকে (Amitav Bacchan) নিয়ে। বললেন, এখনও যে ওর মাথাটা ঠিক আছে, এই অনেক।
জয়ার সেই কথা শুনে মঞ্চে বসা গুরুগম্ভীর কণ্ঠস্বরের দীর্ঘকায় বৃদ্ধও স্মিত হাসি হাসেন।
এদিন পোডিয়ামে দাঁড়িয়েই জয়া বলেন, ‘আমি বেশি কিছু বলব না। যা বলার বলবেন (হাতের ইশারায় অমিতাভকে দেখিয়ে দেন)।’ অমিতাভ-জায়ার কথায়, ‘তিন বছর ধরে ভেবে ভেবে সব পেটে আর বুকে ভরে নিয়ে এসেছে।’
২০২০ এবং এবং ২০২১ সালে কোভিডের জন্য চলচ্চিত্র উৎসব হয়নি। চলতি বছরের গোড়ার দিকে ২৭তম চলচ্চিত্র উৎসব হয়েছিল। যদিও সেখানে অমিতাভ ছিলেন না। সেই কথাই এদিন বলেন জয়া।
জয়ার পাশেই বসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা সদ্য প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জয়া তাঁর কথা বলতে গিয়ে বলেন, ‘আমি এই সৌরভকে বলছিলাম (পড়ুন অমিতাভের কথা)। আজ হাত ভেঙে গেল, কাল পা ভেঙে গেল। এখনও যে মাথাটা ঠিক আছে এই অনেক।’
অমিতাভের বয়স হয়েছে। এখন তাঁর ৮০ বছর চলছে। অনেকে বলেন, এই বয়সি মানুষদের মানসিকভাবে শরীর খারাপের একটা বাতিক থাকে। কিছু না হলেও তাঁরা ভাবেন কিছু একটা হয়েছে। অমিতাভ সম্পর্কে জয়া বোধহয় এদিন সেটাই বোঝাতে চেয়েছেন।
এরপরেই কলকাতার ভূমিকন্যা বলেন, ‘জামাইয়ের সামনে মেয়ের কদর খুব একটা থাকে না। তাই আমি আমার কথা থামাচ্ছি। যা বলার উনিই বলবেন।’ সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন, ‘আপনি যেখানে থাকবেন, আপনার সঙ্গে আমি থাকব।’
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে