ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

রহস্যময় আলোর উৎস কি ‘অগ্নি ৫’-এর উৎক্ষেপণ? কৌতূহলের মিসাইল ছুটছে সোশ্যাল মিডিয়ায়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২২, ১০:১২ পিএম

রহস্যময় আলোর উৎস কি ‘অগ্নি ৫’-এর উৎক্ষেপণ? কৌতূহলের মিসাইল ছুটছে সোশ্যাল মিডিয়ায়

রহস্যময় আলোর উৎস কি ‘অগ্নি ৫’-এর উৎক্ষেপণ? কৌতূহলের মিসাইল ছুটছে সোশ্যাল মিডিয়ায়


 সন্ধে ঘনিয়েছে সবে। আচমকা আকাশের কোণে আলোর রশ্মি (Mysterious Light) দেখে চমকে ওঠেন বাঁকুড়ার লোকজন। অনেকে অতি উৎসাহে স্টেটাস দেন সোশ্যাল মিডিয়ায়। আর তা করতে গিয়েই দেখা যায়, শুধু বাঁকুড়া নয়, রাজ্যের নানা প্রান্ত থেকে নেটিজেনরা পোস্ট দিচ্ছেন এই রহস্যময় আলোর বিষয়ে। 
আলো নিয়ে বিস্ময়ের পাশাপাশিই ছড়াতে শুরু করে গুজবও। টর্চের মতো ওই আলো দেখে অনেকেই বলতে শুরু করেন, ধূমকেতু নয় তো! কেউ কেউ আবার বলেন, ড্রোন ওড়ানো হচ্ছে বিশেষ কারণে। কিন্তু একটু সময় গড়ালেই স্পষ্ট হয়ে যায়, এই আলো বিভিন্ন জেলা থেকেই দেখা যাচ্ছে। এটি ধূমকেতু নয় বলেই মনে হচ্ছে, কারণ গতি নেই আলোটির। টর্চের মতো জ্বলে রয়েছে স্থির আলো। 
তবে প্রাথমিকভাবে জানা গেছে, আজ, বৃহস্পতিবার ওড়িশার হুইলার্স আইল্যান্ড থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র, অগ্নি ৫ মিসাইল (Agni 5 Missile)। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আজ বিকেলে রাজ্যের নানা প্রান্ত থেকে দেখা যাওয়া আলোটি অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণেই দেখা গেছে। এই প্রথম সর্বোচ্চ পাল্লা, ৫০০০ কিলোমিটার রেঞ্জে মিসাইল উৎক্ষেপণ করেছে ভারত। ভারত মহাসাগরে নির্দিষ্ট লক্ষ্যে ছোড়া হয়েছে এটি।  

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় নাইট ট্রায়াল (রাতের অন্ধকারে পরীক্ষা) সফল হয়েছে অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রের, যার রেঞ্জ ৫০০০ কিলোমিটারের বেশি। অন্ধকারেও দূরের শত্রুকে সঠিকভাবে নিশানা করতে পারে কিনা, তা পরীক্ষা করে দেখার জন্যই এই উৎক্ষেপণ। এই মিসাইলে আগের থেকে আরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে