এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২২, ১০:১২ পিএম
বুকে গুলি খাবেন নাকি নতুন মেঘালয় গড়বেন, প্রশ্ন অভিষেকের, মুকরোয় নিহতদের আর্থিক সাহায্য তৃণমূলের
গত ২২ নভেম্বর মর্মান্তিক ঘটনা ঘটেছিল অসম-মেঘালয় সীমান্তের মুকরোয় (Mukroh)। অসম পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন পাঁচ মেঘালয়বাসী (Meghalaya)। মঙ্গলবার নিহতদের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিলেন তৃণমূলনেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর মেঘালয় তৃণমূলের সাংগঠনিক কনভেনশনে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, মেঘালয়ের মানুষকে ঠিক করতে হবে, তাঁরা বুকে গুলি খাবেন নাকি আগামী ৫০ বছরের জন্য নতুন মেঘালয় গড়বেন?
আগামী ফেব্রুয়ারি মাসে মেঘালয়ে ভোট। তার আগে উত্তর-পূর্বের এই রাজ্যে দু’দিনের সফরে গিয়েছেন মমতা এবং অভিষেক। এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘আগে মেঘালয়কে বলা হতো মেঘের রাজ্য। এখন সেই মেঘালয় দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।’
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কর্নার্ড সাংমার নাম করে তীব্র আক্রমণ শানান অভিষেক। তাঁর কথায়, ‘পাঁচজন নিরীহ মানুষকে গুলি করে মারল অসম পুলিশ। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে প্রতিবাদ জানাতে পারলেন না। তার কারণ তিনি বিজেপির কাছে মেরুদণ্ড বন্ধক দিয়ে বসে রয়েছেন।’
অভিষেক আরও বলেন, ‘তৃণমূলই একমাত্র দল যারা বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়ছে। এজেন্সির ভয়ে গুটিয়ে যাচ্ছে না। আগামী দু’মাস মেঘালয়ের মানুষকে রোজ সকালে উঠে ভাবতে হবে, কাকে ভোটটা দেবেন। আমরা চাই মেঘালয় চলুক মেঘালয় থেকেই। দিল্লি বা গুয়াহাটি থেকে নয়।’
অনেকের মতে, যেহেতু বিজেপির তরফে মেঘালয়ের যাবতীয় কিছু দেখভাল করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সে কারণেই দিল্লি ও গুয়াহাটি থেকে নিয়ন্ত্রণের কথা তুলেছেন অভিষেক।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে