ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

‘আফ্রিদি মিথ্যাবাদী, চরিত্রহীন ও হিন্দু বিদ্বেষীও’, বোমা বর্ষণ কানেরিয়ার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২২, ০৯:০৪ পিএম

‘আফ্রিদি মিথ্যাবাদী, চরিত্রহীন ও হিন্দু বিদ্বেষীও’, বোমা বর্ষণ কানেরিয়ার

‘আফ্রিদি মিথ্যাবাদী, চরিত্রহীন ও হিন্দু বিদ্বেষীও’, বোমা বর্ষণ কানেরিয়ার

 পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিকে (Afridi Kaneria) নজিরবিহীন তীব্র আক্রমণ করলেন দানিশ কানেরিয়া (Danish Kaneria)। পাক দলের হয়ে খেলার সময় কানেরিয়ার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, সেই কথা জানিয়েছেন নামী প্রাক্তন স্পিনার। আর যত কাণ্ড ঘটেছে আফ্রিদি দলের নেতা থাকাকালীন।

স্পট ফিক্সিংয়ের অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় ২০১৩ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কানেরিয়াকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য পিসিবির কাছে অনুরোধ করেছেন কানেরিয়া। পাশাপাশি আফ্রিদিকে মিথ্যাবাদী ও চরিত্রহীন বলেছেন তিনি।

শোয়েব আখতার গতবার কানেরিয়ার সমর্থনে বলেছিলেন, ‘‘শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে পাকিস্তান দলে সবসময় বৈষম্যের শিকার হয়েছেন কানেরিয়া।’’ সাহস ও সততার সঙ্গে এমন মন্তব্য করায় শোয়েবকে ধন্যবাদও দিয়েছেন কানেরিয়া।

আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে কানেরিয়া বলেছেন, ‘‘সকলের সামনে আমার সমস্যা নিয়ে কথা বলা প্রথম ব্যক্তি শোয়েব আখতার। আমি যে হিন্দু হওয়ায় দুর্ব্যবহারের শিকার হতাম, এটি সবাইকে জানানোয় শোয়েবকে আমি অভিনন্দন জানাতে চাই।’’

কানেরিয়া রীতিমতো যুদ্ধংদেহী মনোভাব নিয়ে বলেছেন, ‘‘আমি আফ্রিদির খারাপ ব্যবহারের শিকার হয়েছি সবসময়। আমি হিন্দু হওয়ার কারণে আমাকে ওয়ান ডে দলের বাইরে বসিয়ে রাখত। শাহিদের মতো হিন্দুবিদ্বেষী, চরিত্রহীন ও মিথ্যাবাদী মানুষ আমি খুব কম দেখেছি। ওর মতো নোংরা মানসিকতার মানুষ আমি কম দেখেছি।’’”খবর পার্সটুডের/এনবিএস/২০২২/একে