ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

সব ধরনের পরিস্থিতির জন্য ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত: লে. জে. আরপি কলিতা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২২, ১০:১২ পিএম

সব ধরনের পরিস্থিতির জন্য ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত: লে. জে. আরপি কলিতা

সব ধরনের পরিস্থিতির জন্য ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত: লে. জে. আরপি কলিতা

অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারত ও চীনা সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে উত্তপ্ত আবহের মধ্যে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতা বলেছেন, ‘অরুণাচল সুরক্ষিত। ভয়ের কিছু নেই।’ তিনি আজ (শুক্রবার) ওই মন্তব্য করেন।

আজ সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামে ‘বিজয় দিবস’ উদযাপিত হচ্ছে। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে জয়ের স্মরণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতা।

তাওয়াং সংঘাত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সব ধরনের পরিস্থিতির জন্য ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত আছে। কিন্তু আপনারা জানেন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) অবস্থান নিয়ে দু’দেশের ধারণা ভিন্ন। ৮টি জায়গা নিয়ে বিতর্ক বা মতভেদের কথা মেনে নিয়েছে দু’দেশই। এমনই একটি এলাকায় অনুপ্রবেশ চালায় চীনা সেনা। কিন্তু শক্তহাতে সেই হামলা রুখে দিয়েছেন আমাদের সেনা জওয়ানরা।’ ওই ঘটনায় কোনো গুজবে বিশ্বাস না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতা।

তিনি বলেন, ‘আমি খুশি যে স্থানীয় পর্যায়ে এটি নিয়ন্ত্রণ করা হয়েছে। যদিও উভয়পক্ষের সৈন্যরা সামান্য আহত হয়েছে। আমি আপনাদেরকে কোনো গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করতে চাই যে, এতে উভয়পক্ষের সৈন্যরা সামান্য আহত হয়েছে মাত্র। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে উত্তর সীমান্ত বরাবর সীমান্ত এলাকা স্থিতিশীল এবং আমরা দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে আছি।'  

গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের ইয়াংতসে মুখোমুখি হয় চীন ও ভারতের সেনারা। উভয় দেশের সেনাদের মধ্যে ওই সংঘর্ষে কিছু সেনা আহত হয়েছে। এরপর উভয় বাহিনীর কমান্ডাররা পতাকা বৈঠক করে পরিস্থিতি সামাল দেন এবং উভয় দেশের সেনারা পিছু হটে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে