ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ডিসেম্বরের শীতে বাংলায় সার্কাস দেখাচ্ছে বিজেপি : কুণাল ঘোষ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২২, ১০:১২ পিএম

ডিসেম্বরের শীতে বাংলায় সার্কাস দেখাচ্ছে বিজেপি : কুণাল ঘোষ

ডিসেম্বরের শীতে বাংলায় সার্কাস দেখাচ্ছে বিজেপি : কুণাল ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বিজেপি’র মধ্যে অভ্যন্তরীণ বিবাদকে কটাক্ষ করে বলেছেন, ডিসেম্বরের শীতে সার্কাস দেখাচ্ছে বিজেপি। 

আজ (শুক্রবার) তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিজেপিকে নিশানা করে ওই মন্তব্য করেন। সম্প্রতি, বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সাবেক সভাপতি ও বর্তমানে জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এমপির কিছু মন্তব্যে দলীয় বিবাদ প্রকাশ্যে এসেছে। এ নিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, দিলীপ দা আমাদের পার্টির নেতা, তার মন্তব্য নিয়ে আমি বলতে যাব কেন?  

গত (বুধবার) সন্ধ্যায় আসানসোলে বিজেপির পক্ষ থেকে কম্বল বিলি অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

কম্বল বিলি প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ বলেন, ‘দান-খয়রাতির এই যে ব্যাপারটা তা একপ্রকার মানবতার অপমান। মানুষজনকে লোভ দেখিয়ে নিয়ে আসা, তারপর এ ধরণের ঘটনা! যেখানেই হোক, আমি তা সমর্থন করি না। গরীবদের দিতে হলে আরও অনেক ব্যবস্থা আছে।’       

অন্যদিকে, শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, 'দায়িত্বজ্ঞানহীন রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী। বিজেপিকে বলব, পাগলের হাতে দেশলাই দিয়েছেন। আপনাদের ঘরও জ্বালাবে আর চারপাশ তছনছ করছে! পুলিশ তদন্ত করে দেখুক, এই মৃত্যুর দায় কেন শুভেন্দু নেবে না? তার অভিযোগ, পুলিশের কোনও অনুমতি নেই। বেআইনি সভা। গরীব মানুষদের নিয়ে ছেলেখেলা করতে গিয়ে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।’      

বিজেপির মধ্যে সাম্প্রতিক বিবাদ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আজ (শুক্রবার) বলেন, ‘দলবদলুরা গিয়ে দলটা হাইজ্যাক করছে। দিলীপ বাবুকে (দিলীপ ঘোষ) সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে। সুকান্তর চেয়ার নিয়ে টানাটানি করছে। একদিকে দিলীপ (দিলীপ ঘোষ) বিজেপি, একদিকে সুকান্ত (সুকান্ত মজুমদার) বিজেপি, একদিকে আদি বিজেপি, একদিকে দলবদলু বিজেপি, একদিকে তৎকাল বিজেপি। আসলে ওদের গোঁড়ায় গলদ। তৃণমূল এতদিনের দল, এতে সিনিয়র আছে, জুনিয়র আছে, এবং সেখানে কোনো কোনো কাজের ক্ষেত্রে এক/দুটো জায়গায় বিচ্ছিন্নভাবে সমস্যা হতে পারে। কিন্তু ওদের (বিজেপি) এমনিতেই ‘একখানা নকুল দানার মতো পার্টি’ বাংলায়, তার মধ্যে আবার যদি প্রথম তিন/চার জনের মধ্যেই মতপার্থক্য হয় তো সেটা তো হাস্যকর! একটা মর্নিং ওয়াক নিয়েও মারামারি করছে, কী জ্বালা বলুন তো! সেজন্য দিলীপ বাবু এখন শাক দিয়ে মাছ ঢাকার জন্য কিছু বিবৃতি দিচ্ছেন। মানুষ তা দেখছেন, হাসছেন। ডিসেম্বর মাসের শীতকাল, সার্কাস দেখাচ্ছে বিজেপি’ বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে