ঢাকা, মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১
Logo
logo

শত্রুরা ইরানি জনগণকে ধোঁকা দিতে পারেনি: প্রেসিডেন্ট রায়িসি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২২, ০৭:১২ পিএম

শত্রুরা ইরানি জনগণকে ধোঁকা দিতে পারেনি: প্রেসিডেন্ট রায়িসি

শত্রুরা ইরানি জনগণকে ধোঁকা দিতে পারেনি: প্রেসিডেন্ট রায়িসি


ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, মার্কিনীরা বিশ্বের যেখানেই পা রেখেছে সেখানেই মানুষ হত্যা করেছে; কিন্তু ইরানের সাম্প্রতিক দাঙ্গায় তারা এদেশের জনগণকে ধোঁকা দিতে পারেনি।

তিনি গতকাল (শুক্রবার) ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের নাহবান্দান শহরে এক বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, সাম্প্রতিক দাঙ্গা ও নৈরাজ্যে শত্রুদের হিসাব-নিকাশে ভুল হয়েছে। তারা ভেবেছিল বিশ্বের অন্যান্য দেশের মতো মিথ্যা স্লোগান তুলে তারা এদেশের জনগণকেও তাদের তাবেদারে পরিণত করতে পারবে। কিন্তু তারা একথা বোঝেনি যে, ইরানের সঙ্গে অন্যান্য দেশের পার্থক্য রয়েছে এবং এদেশে ওসব হবে না।

ইরানের প্রেসিডেন্ট বলেন, শত্রুরা ‘স্বাধীনতা’র স্লোগান দিয়ে এদেশের জনগণের হৃদয় জয় করতে চেয়েছিল কিন্তু ইরানি জনগণ জানে, মার্কিনীরা বিশ্বের কোথাও কাউকে জীবন দান করেনি বরং জীবন কেড়ে নিয়েছে। তিনি বলেন, পশ্চিমাদের অপকর্ম দেখার জন্য ইতিহাস পড়ার প্রয়োজন নেই। তারা সাম্প্রতিক সময়ে আফগানিস্তান, আফ্রিকা, সিরিয়া ও ইয়েমেনে যা কিছু করেছে সেটাই তাদের নির্দয়তার সবচেয়ে বড় প্রমাণ।

ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল।অন্যদিকে ইরানের যেসব শত্রু এদেশের ইসলামি শাসনব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারা এই নৈরাজ্য সৃষ্টিকারীদের মাধ্যমে তেহরান সরকারের পতন ঘটানোর আশায় দাঙ্গাবাজদের নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে।
খবর পার্সটুডে/এনবিএস/ ২০২২/একে