ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪ | ২৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

শেরপুরে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৭ অক্টোবর, ২০২২, ০৬:১২ পিএম

শেরপুরে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেরপুরে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শেরপুর জেলা শাখার উদ্যোগে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান জীবন, মো. ফজলুর রহমান তারা, সদর থানা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ আলী, শহর বিএনপির সভাপতি এ.বি.এম মামুনুর রশিদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি জিতেন্দ্র চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, ছাত্রদল সভাপতি মো. শওকত হোসেন প্রমুখ। 

এছাড়া যুবদলের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। সভায় সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 সভায় বক্তারা বলেন, এ সরকার শুধু মানুষের কথা বলা বা ভোটের অধিকারই হরণ করেনি। রাষ্ট্রের সাংবিধানিক মৌলিক অধিকার নিয়ে একজন নাগরিকের বেঁচে থাকার সকল অধিকার হরণ করেছে। লুটেরা ও নাগরিকের মৌলিক অধিকার হরণকারী এ সরকারের ক্ষমতায় থাকার আর কোন যোগ্যতাই নেই। স্বৈরাচারী বেহায়া এ সরকারকে আন্দোলন সংগ্রাম ছাড়া হটানোর কোন বিকল্প নেই। তাই সকল ভেদাভেদ ভুলে চলমান আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে সবাইকে সব সময়ের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা।