এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২২, ১০:৫৯ এএম
শেরপুরে আইডিইবি’র সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত
উন্নয়নের মূল চালিকা শক্তি টেকনিক্যাল এডুকেশনকে ধ্বংস করার জনস্বার্থবিরোধী সকল ষড়যন্ত্র-চক্রান্ত রুখে দিতে ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), শেরপুর জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নিউ মার্কেটস্থ জেলা কার্যালয়ে ৪ নভেম্বর শুক্রবার রাতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মো. মতিউর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ অঞ্চলের সহ-সভাপতি অজয় কুমার সরকার।
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান খান, সহযোগী সদস্য মো. সিদ্দিক আহম্মদ, শেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদর্শন সাহা, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম প্রমুখ।
সমাবেশে সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।