ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

শেরপুরে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু


মো. মুগনিউর রহমান মনি   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২২, ০২:১২ পিএম

শেরপুরে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

শেরপুরে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে রবিজল হক (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ৫ নভেম্বর শনিবার রাতে  উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকোচা টিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রবিজল হক ওই গ্রামের মৃত ছামেদ আলীর ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত দশটার দিকে ২৫-৩০টি  বন্যহাতির একটি দল গভীর অরণ্য থেকে নেমে এসে তাওয়াকুচা টিলাপাড়া গ্রামের আমন ধান ক্ষেতে নেমে পড়ে ধান খাওয়া শুরু করে। 

এসময় গ্রামবাসী ফসলের ক্ষেত রক্ষায় মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। হাতি তাড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন কৃষক রবিজল হক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বন বিভাগের রাংটিয়া বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, ধানের ক্ষেত রক্ষা করতে গিয়ে কৃষক রবিজল মারা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের অনুমতি চেয়েছেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।