ঢাকা, মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১
Logo
logo

পাকিস্তানে থানায় সন্ত্রাসী হামলায় ৪ পুলিশ নিহত; টিটিপি দায়ী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২২, ১২:১২ পিএম

পাকিস্তানে থানায় সন্ত্রাসী হামলায় ৪ পুলিশ নিহত; টিটিপি দায়ী

পাকিস্তানে থানায় সন্ত্রাসী হামলায় ৪ পুলিশ নিহত; টিটিপি দায়ী

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত এলাকার একটি থানায় সন্ত্রাসী হামলায় চার পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

গতরাতে এ হামলা হয়। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আজ (রোববার) এ তথ্য জানিয়েছে।

শহরের পুলিশের মুখপাত্র শহীদ হামিদ বলেছেন, মধ্যরাতে হামলার  ঘটনা ঘটে। ওই সময় ৬০ জনের বেশি পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন। প্রায় ৪৫ মিনিট ধরে সংঘর্ষ চলে। এরপর হামলাকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

নিষিদ্ধ সংগঠন তেহরিক–ই–তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলা চালিয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা মনে করছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট এক বার্তায় ঐ থানায় হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, সন্ত্রাসীদের মূলোৎপাটন করা হবে।

গত ২৮ নভেম্বর টিটিপি পাকিস্তান সরকারের সঙ্গে তাদের অস্ত্রবিরতি চুক্তি বাতিল করে। এরপর তারা তাদের সদস্যদের দেশজুড়ে হামলা চালানোর নির্দেশ দেয়।
খবর পার্সটুডে/ ২০২২/এনবিএস/ একে