ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভারতে নকল মদ পানে ৬ বছরে প্রায় ৭ হাজার মৃত্যু  


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২২, ০১:১২ পিএম

ভারতে নকল মদ পানে ৬ বছরে প্রায় ৭ হাজার মৃত্যু  

ভারতে নকল মদ পানে ৬ বছরে প্রায় ৭ হাজার মৃত্যু  

ভারতে নকল মদ পানের কারণে গত ছয় বছরে প্রায় সাত হাজার লোকের মৃত্যু হয়েছে। সর্বাধিক মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে মধ্যপ্রদেশ, কর্ণাটক এবং পাঞ্জাবে।      

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) সূত্রে ওই তথ্য পাওয়া গেছে। বিহারে ২০১৬ সাল থেকে মদে সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। কিন্তু নকল মদ পানের কারণে সম্প্রতি ৮০জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। এখনো বিভিন্ন হাসপাতালে অসুস্থ অনেকের চিকিৎসা চলছে। গোটা ঘটনার জন্য বিহার সরকারকে দায়ী করে মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেছে বিরোধীরা। অন্যদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সাফ জানিয়েছেন, ‘যে মদ্যপান করবে সে মারা যাবে, কেউ কোনো ক্ষতিপূরণ পাবে না।’    

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ‘এনসিআরবি’র তথ্য অনুসারে দেশে ২০১৬ সালে নকল মদ পানের কারণে ১ হাজার ৫৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। যেখানে ২০১৭ সালে ১ হাজার ৫১০ জন, ২০১৮ সালে ১ হাজার ৩৬৫ জন, ২০১৯ সালে ১ হাজার ২৯৬ জন এবং ২০২০ সালে ৯৪৭ জনের মৃত্যু হয়েছে৷ পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালে সারা দেশে নকল মদ সেবনের সাথে সম্পর্কিত ৭০৮টি ঘটনায় ৭৮২ জন মারা গেছে। এই সময়ের মধ্যে উত্তর প্রদেশে সর্বোচ্চ ১৩৭ জন, পাঞ্জাবে ১২৭ জন এবং মধ্যপ্রদেশে ১০৮ জনের মৃত্যু হয়েছে।  

‘এনসিআরবি’ তথ্যে প্রকাশ, ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ৬ বছরে ভারতে নকল মদে মোট ৬ হাজার ৯৫৪ জনের প্রাণ গেছে। এই অর্থে, নকল মদ সেবনের কারণে দেশে প্রত্যেকদিন গড়ে তিনজনের বেশি মানুষ মারা যাচ্ছে। তথ্য অনুসারে, ২০১৬ সাল থেকে ২০২১ সালের মধ্যে মধ্যপ্রদেশে সর্বাধিক ১ হাজার ৩২২ জন মারা গেছে, এই সময়ের মধ্যে কর্ণাটকে ১ হাজার ১৩ জন এবং পাঞ্জাবে ৮৫২ জন মারা গেছে।  

২০২২ সালের ১৯ জুলাই ভেজাল মদের কারণে মৃত্যুর বিষয়ে সংসদের নিম্নকক্ষ লোকসভায় বহুজন সমাজ পার্টির (বিএসপি) এমপি কুনওয়ার দানিশ আলীর প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ‘এনসিআরবি’ পরিসংখ্যান উপস্থাপন করেছিলেন। পরিসংখ্যানে প্রকাশ, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে নকল মদ পানের ফলে উত্তর প্রদেশে ৪২৫, রাজস্থানে ৩৩০, ঝাড়খণ্ডে ৪৮৭, হিমাচল প্রদেশে ২৩৪, হরিয়ানায় ৪৮৯, গুজরাটে ৫৪, ছত্তিশগড়ে ৫৩৫, বিহারে ২৩, অন্ধ্র প্রদেশে ২৩৯ এবং পশ্চিমবঙ্গে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নকল মদে পুদুচেরিতে ১৭২ এবং দিল্লিতে ১১৬ জন প্রাণ হারিয়েছে।
খবর পার্সটুডে/ ২০২২/এনবিএস/ একে