ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

 যে কারণে অসুস্থ হয়ে পড়লেন শাহরুখ খান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২২, ০২:১২ পিএম

 যে কারণে অসুস্থ হয়ে পড়লেন শাহরুখ খান

 যে কারণে অসুস্থ হয়ে পড়লেন শাহরুখ খান

ইনফেকশনে অসুস্থ হয়ে পড়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান। অসুস্থতার কথা নিজেই টুইট করে সকলকে জানিয়েছেন এই অভিনেতা। সাধারন একটি ডায়েট মেনেই চলছেন কিং খান। এর মধ্যেই পাঠান সিনেমার প্রচার ও ডাঙ্কির শ্যুটিংনিয়ে ব্যস্ত তিনি। তার দিদির ডাকে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে এসেছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ। কলকাতা থেকে মুম্বাই ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি।

টুইটে কিং খান লিখেছেন, অল্প অসুস্থ, তাই ডালভাত খেয়েই দিন কাটছে। কিং খানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার অনুরাগীরা। এক অনুরাগী লিখেছেন, শাহরুখ একসঙ্গে কতো কিছু করছেন, ইভেন্ট, শ্যুটিং সিডিউল এবং আরও কত কিছু। দয়া করে নিজের যত্ন নিন, ঠিক করে খাওয়া দাওয়া করুন, বিশ্রাম করুন আর দ্রুত সুস্থ হয়ে উঠুন, হাজার হোক আপনি অনেক শক্তিশালী পাঠান। আরও অনেক অনুরাগীরা নানা কথা লিখে মন্তব্য করেছেন।

এতবছর বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার পরও বসে থাকতে চান না শাহরুখ খান। এখনও তিনি ঠিক একই ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। চার বছর বিরতির পর নতুন বছরে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা। সিনেমাটি হিন্দি ছাড়াও তামিল, তেলেগুসহ একাধিক ভাষায় মুক্তি পেতে চলেছে। এরই মধ্যে পাঠান ‘বেশরম রং’ গানটি নিয়ে অনেক বিতর্ক চলছে। সোশ্যালে মিডিয়াতে পাঠান সিনেমাকে বয়কটের স্লোগান দেয়া হচ্ছে। এই উদ্দেশ্যে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে কিং খান বলেন, সমাজের সমষ্টিগত আখ্যান সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই উঠে আসে কিন্তু এই চিন্তাধারার বিপরীতটাই ঘটছে বর্তমানে। সোশাল মিডিয়ার নেতিবাচক দিকগুলি সিনেমার ক্ষতি করছে। আমি মনে করি সিনেমার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সোশ্যাল মিডিয়া মাঝে মাঝেই কিছু নেতিবাচক মানসিকতার দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। আমি কোথাও পড়েছি- নেতিবাচকতা সামাজিক মিডিয়ার কমারশিয়াল মূল্য বাড়ায়। সেই কারণেই সমাজের সমষ্টিগত আখ্যান চাপা পড়ে যায় এবং সেটাকে ধ্বংসাত্মক করে তোলে। কোভিডে কারনে আমরা অনেকদিন দেখা করতে পারিনি। কিন্তু এখন পৃথিবীতে সব স্বাভাবিক হয়েছে। আমরা সবাই আনন্দিত। সারা পৃথিবী যাই করুক, আমি এবং আপনি ও আমাদের মতো যারা পজিটিভ মানুষেরা রয়েছে, তারা এখনও বেঁচে আছি।

এনবিএস/ওডে/সি