এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২২, ০৪:১২ পিএম
হারের পরেই ফুটবলপ্রেমীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজপথ, কাঁদানে গ্যাস ছুড়তে হল পুলিশকে
১৮ ডিসেম্বর, ২০২২। ইতিহাস তৈরি করতে করতেও শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ। এমব্যাপের দুরন্ত হ্যাট্রিকের পরেও বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে (FIFA world cup 2022) আর্জেন্টিনার কাছে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স (France loses to Argentina)। আর তারপরেই কাপ অধরা রয়ে যাওয়ার যন্ত্রনায় ফ্রান্সের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলেন শয়ে শয়ে ফুটবলপ্রেমী (Riots erupt in French cities)। তাঁদের সামলাতে শুধু লাঠিচার্জ করেও কাজ হল না, কাঁদানে গ্যাস ছুড়তে হল পুলিশকে।
রবিবার রাতে কাতারের লুসেইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে গেছে ফ্রান্স। ১২০ মিনিটেও খেলার ফলাফল নির্ধারিত না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত পরাজিত হয় ফ্রান্স। হারের পর এমব্যাপেকে সান্ত্বনা দিতে দেখা গিয়েছিল স্বয়ং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁকে। কিন্তু এত কাছাকাছি গিয়েও কাপ অধরা থেকে যাওয়া মেনে নিতে পারেননি ফরাসি সমর্থকরা।
রবিবার রাতে সমর্থকদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে প্যারিস, লিওন সহ অন্যান্য শহরের রাজপথ। সাধারণ মানুষের গাড়ি আটকে আক্রমণ করতে দেখা যায় উত্তেজিত সমর্থকদের। বিক্ষোভকারীদের সরাতে আসরে নামতে হয় পুলিশকে। লাঠিচার্জ করার পরেও কাজ না হওয়ায় কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করে পুলিশ। আতঙ্কে গাড়ি নিয়ে পালাতে শুরু করেন পথচারীরা। ইতিমধ্যেই বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
প্রসঙ্গত, ফাইনাল ম্যাচ দেখার জন্য শহরের কোথাও জায়ান্ট স্ক্রিন বসানোর অনুমতি দেয়নি ফ্রান্স প্রশাসন। ফলে রাজপথে কিংবা অন্য পাবলিক প্লেসে জটলা করে বড় পর্দায় বিশ্বকাপের অন্তিম ম্যাচে নিজেদের দেশের খেলা দেখার সুযোগ পাননি ফরাসি ফুটবলপ্রেমীরা। যদিও দেশজুড়ে বিভিন্ন ক্যাফে-রেস্তোরাঁ, বার-পাবে ভিড় করে খেলা দেখেছেন তাঁরা। কিন্তু তারপরেও হেরে গেছে প্রিয় দেশ। স্বপ্ন ভাঙার যন্ত্রণায় এখন আচ্ছন্ন ফ্রান্সের সমর্থকরা।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে