এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২২, ০৪:১২ পিএম
দেড় লক্ষ টাকার খুচরো পয়সা নিয়ে আইফোন কিনতে ছুটলেন যুবক, তারপর…
আইফোন (iPhone) কেনার সখ ছিল দীর্ঘদিনের। তাই একটু একটু করে টাকা জমাচ্ছিলেন। লাখ দেড়েক টাকা জমে যেতেই সোজা অ্যাপল স্টোরে ছুটলেন যুবক। তারপর খুচরো পয়সা দিয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকার আইফোন কিনে বাড়ি এলেন যুবক (iPhone 14 with coins worth Rs 1.5 lakh)!
হ্যাঁ, ঠিকই পড়েছেন। কয়েন দিয়েই বহুমূল্য আইফোন-১৪ কিনে ফেলেছেন রাজস্থানের (Rajasthan) অমিত শর্মা। অমিত পেশায় একজন ইউটিউবার। ‘Crazy XYZ’ নামে একটি চ্যানেল রয়েছে তাঁর। সেই চ্যানেলে দোকানে যাওয়া থেকে শুরু করে বিপুল পরিমাণ খুচরোর বিনিময়ে আইফোন কেনার ভিডিও শেয়ার করেছেন অমিত, যা দেখে তাজ্জব নেটিজেনরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, একাধিক ব্যাগ এবং প্লাস্টিকের গামলায় খুচরো পয়সা নিয়ে বসে আছেন অমিত ও তাঁর বন্ধুরা। এরপর গাড়িতে করে একটি অ্যাপল স্টোরে যান সকলে। সেখানে মডেল দেখেশুনে পছন্দ করে একটি আইফোন ১৪ নেবেন বলে ঠিক করেন অমিত। পেমেন্ট নিয়ে কথা বলার সময় অমিত জানান, তিনি নগদে টাকা দেবেন। এরপরেই দেড় লক্ষ টাকার খুচরো দোকানের মেঝেতে ঢেলে দেন তাঁরা।
ঘটনা দেখে তাজ্জব হয়ে যান দোকানের কর্মীরা। কিছুতেই খুচরো পয়সা দিয়ে আইফোন বিক্রি করতে রাজি হচ্ছিলেন না তাঁরা। অমিত দোকানের এক কর্মীকে বলেন, ৮৪ হাজার টাকার খুচরো গুনে বুঝে নিয়ে বাকিটা তাঁকে ফেরত দিতে। এতেই খেপে ওঠেন ওই কর্মী। তিনি সাফ জানান, এই বিপুল পরিমাণ খুচরো তিনি গুনতে পারবেন না। সেই নিয়েই অমিত ও তাঁর বন্ধুদের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের।
কাহানি মে ট্যুইস্ট আসে এরপর। স্টোরের কর্মীরা রেগে যাওয়ার পর শেষমেশ অমিত জানান, এই পুরোটাই একটা প্র্যাঙ্ক, অর্থাৎ মজা ছিল। আইফোন তিনি কিনবেন ঠিকই, তবে তা খুচরোর বিনিময়ে নয়। শেষ অবধি দেখা যায়, অনলাইনে টাকা দিয়েই আইফোনটি কিনে নেন অমিত।
পুরো ঘটনায় অত্যন্ত মজা পেয়েছেন নেটিজেনরা। আপলোড হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৪০ লক্ষ মানুষ সেটি দেখে ফেলেছেন। ভিডিওটি লাইক করেছেন ৩ লক্ষেরও বেশি মানুষ।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে