এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২২, ১০:১২ পিএম
সতর্কভাবে পাশ্চাত্যের হস্তক্ষেপমূলক তৎপরতা পর্যবেক্ষণ করছে ইরান’
ইরানের অভ্যন্তরীণ বিষয়গুলোতে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, পশ্চিমারা ইরানকে অস্থিতিশীল ও নিরাপত্তাহীন করতে চায়।
রাজধানী তেহরানে গতকাল (সোমবার) অনুষ্ঠিত তৃতীয় তেহরান ডায়লগ ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনস্টিটিউট ফর পলিটিক্যাল এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে অনুষ্ঠিত ওই ফোরামে বিশ্বের ৩৬ দেশের গবেষক ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
ইরানের শীর্ষ কূটনীতিক তার বক্তব্যে বলেন, পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক নেতাদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের পাশাপাশি তাদের গণমাধ্যমগুলো ইরানের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ শুরু করেছে। তারা ইরানের সরকার ব্যবস্থার বিরুদ্ধে লোকজনকে রাস্তায় দাঙ্গা ও নৈরাজ্য সৃষ্টি করতে উস্কানি দিচ্ছে।
আমির-আব্দুল্লাহিয়ান বলেন, পশ্চিমা দেশগুলো এমন সময় এ আচরণ করছে যখন ওইসব দেশেও সব ধরনের প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে এবং সেসব বিক্ষোভ নিষ্ঠুরতম পন্থায় দমন করছে সেসব দেশের নিরাপত্তা বাহিনী।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে তার দেশে শক্ত অবস্থানের কথা তুলে ধরে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান হস্তক্ষেপকামী দেশগুলোকে এই বলে সতর্ক করে দিচ্ছে যে, এদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ ধরনের অবৈধ তৎপরতার কঠিন জবাব দেয়া হবে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে