ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

 অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মেসি-ডি মারিয়ারা!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২২, ০১:১২ পিএম

 অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মেসি-ডি মারিয়ারা!

 অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মেসি-ডি মারিয়ারা!

বড় বাঁচা বেঁচে গেলেন লিওনেল মেসি। আর একটু হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। শুধু মেসি একা নন, ছাদখোলা বাসে উদযাপন করার সময় বিপদের মুখে পড়ে গিয়েছিলেন মেসি ও আর্জেন্টিনার দলের আরো কয়েকজন ফুটবলার। তবে নিজেদের সতর্কতার কারণেই দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন তারা। শুধু লিসান্দ্রো পারেদেস মাথায় হালকা আঘাত পেয়েছেন। নিজের মাথার ক্যাপটিও হারিয়েছেন তিনি।

ঘটনাটা ঘটেছে দেশে ফেরার পর বুয়েনস এইরেসের রাস্তায় ছাদখোলা বাসে চড়ে শহর প্রদক্ষিণের সময়। কাতার থেকে বিশ্বজয়ী মেসিরা বুয়েনস এইরেস বিমানবন্দরে পৌঁছান গভীর রাতে।  

সেখানে পৌঁছে বিমান থেকে ট্রফি হাতে প্রথম বেরিয়ে আসেন মেসি এবং কোচ লিওনেল স্কালোনি। এরপর একে একে বেরিয়ে আসেন অন্য খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্য ও কর্মকর্তারা।

বিশ্বকাপজয়ী দলকে স্বাগত জানাতে আগে থেকেই বিমানবন্দর এলাকা লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। মেসিরা বিমানবন্দর থেকে বেরিয়ে এলে তাদেরকে করতালি আর স্লোগানে স্লোগানে স্বাগত জানায় হাজার হাজার মানুষ।

সমর্থকদের ভালোবাসায় ভিজতে ভিজতেই মেসিরা উঠে বসেন তাদের বহনের জন্য প্রস্তুত রাখা ছাদখোলা বাসে। এ সময়ও ট্রফিটা মেসির হাতেই ছিল।

মেসির ছাদখোলা বাসে মেসিরা পা দুলিয়ে বসেন এক পাশের ছোট একটা ছাদে! এ সময় মেসির পাশে ছিলেন আনহেল দি মারিয়া, নিকোলাস ওটামেন্দি, রদ্রিগো দি পল ও লিয়ান্দ্রো পারেদেসরা।

ধীরে ধীরে এগিয়ে চলে ছাদখোলা বাস। তারা সবাই সমর্থকদের অভিবাদনের জবাব দিতে দিতে এগিয়ে যেতে থাকেন। ঠিক তখনই রাস্তার ঝুলন্ত তার তাদের সামনে এসে পড়ে। দ্রুত মাথা নিচু না করলে কী যে হতো!

যাই হোক মেসি-ডি মারিয়ারা দ্রুতই মাথা নিচু করে দুর্ঘটনা থেকে নিজেদের বাঁচিয়েছেন। প্রথমে হয়তো ভয়ই পেয়েছিলেন সবাই। তবে পরে ব্যাপারটি নিয়ে তারা রসিকতাই করেছেন!

এনবিএস/ওডে/সি