ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

 মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২২, ০৪:১২ পিএম

 মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট

 মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট

ছত্রিশ বছর অপেক্ষার পর ফুটবল জাদুকর লিওনেল মেসির ভাগ্যে জুটলো বিশ্বকাপ শিরোপা। গত ১৮ ডিসেম্বর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে দেয় মেসিরা। বিশ্বকাপ জয়ের পর সতীর্থদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ছুটে গেছেন স্ত্রী আনতেনেলা রোকুজ্জোর কাছে। স্ত্রীর সঙ্গে উদযাপন করেছেন বিশ্বকাপের পাওয়ার মুহূর্ত।

বিশ্বকাপ জয়ে স্বামী মেসির বন্দনায় পঞ্চমুখ রোকুজ্জো ইন্সটাগ্রামে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, আমরা জানি তুমি এতো বছর কতটা কষ্ট করেছ।

রোকুজ্জো লেখেন, বিশ্ব চ্যাম্পিয়ন। আমি আসলেই জানি না কিভাবে শুরু করব। আমরা তোমার জন্য গর্ববোধ করছি লিও। আমাদেরকে হাল না ছাড়ার শিক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি শেষ পর্যন্ত লড়েছো এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়নও হয়েছো।

তিনি আরও লিখেছেন, আমরা জানি এতটা বছর তুমি কী কষ্টের মধ্যে দিয়ে গিয়েছ। এবার আর্জেন্টিনায় চলো।

এনবিএস/ওডে/সি