ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

 সিয়াম-পরী জুটির ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র পোস্টার ও ট্রেলার প্রকাশ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২২, ০৫:১২ পিএম

 সিয়াম-পরী জুটির ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র পোস্টার ও ট্রেলার প্রকাশ

 সিয়াম-পরী জুটির ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র পোস্টার ও ট্রেলার প্রকাশ

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বেইলী রোডের মহিলা সমিতি অডিটোরিয়ামে আবু রায়হান জুয়েল পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির পোস্টার ও ট্রেলার প্রকাশ করা হয়েছে। এই ছবিটি মুক্তি পাবে আগামী ২০ জানুয়ারি। ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে এ ছবিটি নির্মিত হয়েছে অনুদানের অর্থ সহযোগিতায়। ছবিটির চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন, এ ছাড়াও চলচ্চিত্রটির প্রযোজনায় ছিল শট বাই শট এবং সহ-প্রযোজনায় ছিল বঙ্গ।

অনুষ্ঠানে জাফর ইকবাল বলেন, আমরা লিখি কিন্তু সিনেমায় সেটা দেখানো নির্মাতার জন্য অনেক কঠিন। এ সিনেমার জন্য গান যখন লিখি, তখন জানতাম না এতো ভালো হবে। গানটার দৃশ্যধারণ হওয়ার পর আমাকে দেখাতে নিয়ে এসেছিলেন পরিচালক। আমার নাতি দেখে খুব পছন্দ করেছে। তখন বুঝলাম ভালোই হয়েছে গানটা। আশা করি সিনেমাটিও ভালো হবে, আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’ সিনেমাটির গল্পের পাশাপাশি একটি গানও লিখেছেন তিনি।

সিনেমাটির রাতুল চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তিনি বলেন, করোনার ভেতর সিনেমাটির কাজ করেছি। সেসময় সারা বিশ্বের পরিস্থিতি অনেক খারাপ ছিল। আশঙ্কাংয় ছিলাম সিনেমাটি আলোর মুখ দেখবে কিনা। অবশেষে আগামী বছর এটি মুক্তি পেতে যাচ্ছে। শুটিংয়ে আমি সিয়াম আহমেদ হয়ে গিয়ে ছিলাম, শিশুরা আমাকে রাতুল ভাইয়া করে ঢাকায় পাঠিয়েছ।’

ছবিতে তিশা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তিনি বলেন, ‘আমার ছেলেকে নিয়ে এসেছি অনুষ্ঠানে। সিনেমাটাও দেখব। ও যখন বড় হবে, তখন দেখাবো যে তার জন্য একটি উপহার এই সিনেমা।

নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, ‘শিশুদের সুস্থ বিনোদনের জন্যই চলচ্চিত্রটি নির্মাণ করেছি। তবে সব বয়সীদেরই ভালো লাগবে। সবাইকে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাই।’

বর্তমান প্রজন্মের দুই জনপ্রিয় তারকা সিয়াম ও পরীমণি চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও অন্যান্য চরিত্রে শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আজাদ আবুল কালাম, আবু হুরায়রা তানভীরসহ আরো বেশ কিছু পরিচিত মুখ দেখা যাবে ছবিটিতে। এছাড়াও অভিনয় করেছে প্রায় ২০ শিশু। অনুষ্ঠানে সংশ্লিষ্টদের কাছে পরিচালকের কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াও শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে উপহার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের সেক্টর এ-এর হেড অব পাবলিক রিলেশনস প্রকৌশলী মো. জাকারিয়া জালাল।

তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ চায় শিশুদের জন্য কিছু করতে, সামাজিক দায়বদ্ধতা থেকে বসুন্ধরা গ্রুপ আগামীতেও সংস্কৃতি, খেলাধুলাসহ এমন আরো অনেক কাজে পাশে দাঁড়াবে। বাংলা ছবির নতুনধারায় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রটির জন্য শুভকামনা জানান তিনি।

এনবিএস/ওডে/সি