ঢাকা, মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১
Logo
logo

টুইটে মহিলাদের অবমাননাকর সম্বোধন, বিতর্কে বিমান সংস্থা স্পাইসজেট


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২২, ০৮:১২ পিএম

টুইটে মহিলাদের অবমাননাকর সম্বোধন, বিতর্কে বিমান সংস্থা স্পাইসজেট

টুইটে মহিলাদের অবমাননাকর সম্বোধন, বিতর্কে বিমান সংস্থা স্পাইসজেট

 সম্প্রতি টুইটারে (Twitter) একটি ছবি পোস্ট করে বিমান সংস্থা স্পাইসজেট (SpiceJet)। ছবিটি সংস্থার তিন তরুণী বিমান সেবিকার। তবে ওই ছবির মধ্যমণি হিন্দি ছবির কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। অভিনেতা ও স্পাইসজেটে কর্মরতা তিন তরুণীকে হাসিমুখে দেখা যায় ছবিতে। কিন্তু গোল বাধে টুইটারে ওই ছবির ক্যাপশান নিয়ে। সংস্থার তরফে ক্যাপশানে লেখা হয় “গরম-ধরম সঙ্গে আমাদের লাল উষ্ণ মেয়েরা”। মেয়েদের ‘রেড-হট’ সম্বোধনেই সমালোচনা শুরু হয়েছে স্পাইসজেটের। নেটিজেনদের মন্তব্য, যৌনতা সর্বস্ব মন্তব্য করে অপমান করা হয়েছে মহিলা কর্মীদের।

উল্লেখ্য, বিতর্কিত ক্যাপশানের ছবিটি ধর্মেন্দ্রকে ট্যাগ করে স্পাইসজেট। এককালের রঙিন নায়ক প্রতিক্রিয়া দেন, “ধন্যবাদ… মিষ্টি মেয়েদের সঙ্গে অপূর্ব সফর। বুঝেত পারিনি কখনও বিমানে চড়লাম আর কখন গন্তব্যে পৌঁছে গেলাম।” যদিও বিমান সংস্থার ক্যাপশানে বেজায় ক্ষেপেছে নেটিজেনদের একটি অংশ। তাঁদের বক্তব্য, যৌনতা সর্বস্ব আলটপকা মন্তব্য করা হয়েছে। ‘রেড-হট’ শব্দটিতেই সবচেয়ে বেশি আপত্তি উঠেছে।


এক নেটিজেনের মন্তব্য, এভাবে কিংবদন্তি অভিনেতার বদনাম করা হয়েছে। নিজেদের মহিলা কর্মীদের প্রতি সম্মান দেখাতে পারেনি সংস্থাটি। বিমান সংস্থাকে এক নেটিজেনের প্রশ্ন, মহিলা কর্মীদের সম্পর্কে ‘গার্লস’ শব্দটি ব্যবহার করে কী ইঙ্গিত করতে চাইছেন? আপনাদের মধ্যে কি বিন্দুমাত্র জ্ঞানবোধ নেই। ‘রেড-হট গার্লস’ মানে কি? এই ঘটনায় আসরে নেমেছে জাতীয় মহিলা কমিশন। স্পাইসজেটকে চিঠি পাঠিয়েছে তারা। এই বিষয়ে জবাবদিহি করতে বলা হয়েছে সংস্থাকে। পাশাপাশি বিতর্কিত পোস্টটিকে মুছে ফেলতে বলেছে মহিলা কমিশন।

প্রসঙ্গত, কয়েক মাস আগে নানা রকম যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল স্পাইসজেটের বেশ কয়েকটি বিমানে। এর ফলে কেন্দ্রের শাস্তির মুখে পড়েছিল স্পাইসজেট (Spicejet) এয়ারলাইন্স। আট সপ্তাহ অর্ধেক সংখ্যক বিমান চালানোর অনুমতি দেওয়া হয়েছিল সংস্থাটিকে। ডিজিসিএ-র এই ঘোষণার পরে স্পাইসজেটের তরফে জানানো হয়েছিল, এই ঘোষণার ফলে পরিষেবায় ব্যাঘাত ঘটবে না। ফ্লাইট ক্যানসেল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয় বিমান সংস্থাটি।
সংবাদ প্রতিদিন /এনবিএস/২০২২/একে