ঢাকা, মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১
Logo
logo

নর্থ ক্যারোলাইনায় ভূমিকম্পের আঘাত, হাজারো মানুষ বিদ্যুৎবিহীন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২২, ০৮:১২ পিএম

নর্থ ক্যারোলাইনায় ভূমিকম্পের আঘাত, হাজারো মানুষ বিদ্যুৎবিহীন

নর্থ ক্যারোলাইনায় ভূমিকম্পের আঘাত, হাজারো মানুষ বিদ্যুৎবিহীন

আমেরিকার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে প্রাণঘাতি ভূমিকম্পের আঘাতে অন্তত দুই ব্যক্তি নিহত এবং বেশ কয়কজন আহত হয়েছেন। ভূমিকম্পের ফলে বড় রকমের ভূমিধসের ঘটনা ঘটেছে এবং বিরাট এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে হাজার হাজার মানুষ প্রচণ্ড শীতের মধ্যে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে ৬.৪ মাত্রার এই ভূমিকম্প নর্থ ক্যারোলাইনার উপকূলজুড়ে আঘাত হানে। রাত ২টা ৩৪ মিনিটের সময় আঘাত হানা এই ভূমিকম্পের মূলকেন্দ্র ছিল প্রশান্ত মহাসাগরের ভেতরে যা ফরচুনা শহর থেকে ১৫ মাইল দূরে অবস্থিত।

স্থানীয় শেরিফ অফিস দুইজন নিহত এবং ১২ জন আহত হওয়ার কথা নিশ্চিত করেছে। তবে আহতদের কারোর অবস্থাই গুরুতর নয় বলে দাবি করেছে শেরিফ অফিস।

নিহত দুই ব্যক্তির বয়স ৭২ এবং ৮৩ বছর। ভূমিকম্পে তারা গুরুতর আহত হলেও সময়মতো তাদের কাছে মেডিক্যাল সার্ভিস পৌঁছানো সম্ভব না হওয়ায় তাদের মৃত্যু হয়।

এদিকে, ভূমিকম্পের আঘাতে প্রায় ৭০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি।

ভূমিকম্পের পর বেশ কয়েক দফা আফটার শক অনুভূত হয়েছে। মার্কিন ভূতত্ত্ব জরিপ বিভাগ আগামী কয়েক দিনে আরও ভূমিকম্পের আশঙ্কা করেছে।
খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে