ঢাকা, মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১
Logo
logo

রাশিয়ার আক্রমণের ৩০০ দিন পার! হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ জেলেনস্কির


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২২, ০৩:১২ পিএম

রাশিয়ার আক্রমণের ৩০০ দিন পার! হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ জেলেনস্কির

রাশিয়ার আক্রমণের ৩০০ দিন পার! হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ জেলেনস্কির

 রাশিয়ার ইউক্রেন (Ukrain) আক্রমণের পর এই প্রথম বিদেশ সফরে গেলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Zelensky)। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছন তিনি। সেখানে নামার পরেই হোয়াইট হাউসে (White House) গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের (Joe Biden) সঙ্গে দেখা করেন জেলেনস্কি।

প্রথমে জানা গিয়েছিল জেলেনস্কির নিরাপত্তাজনিত সমস্যার কারণে এই সফর বাতিল হয়ে যেতে পারে। তবে শেষ অবধি আমেরিকার গুপ্তচর বিমানের কড়া নজরদারির মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছন ইউক্রেনের প্রেসিডেন্ট। এরপর বাইডেনের সঙ্গে সাক্ষাতের পর জেলেনস্কি একটি টুইটে জানান যে, তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসেও বক্তৃতা দেবেন। একইসঙ্গে তাঁর আশা, এই সফরের মাধ্যমে আমেরিকার সাহায্যে ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি আরও বাড়বে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে জেলেনস্কির দেখা হওয়ার পর হ্যান্ডশেকের ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, সাক্ষাতের পর প্রায় দু’ঘণ্টা ধরে নিজেদের মধ্যে আলোচনা সারেন দু’জন। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ-প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় পাশে রয়েছে বলে বার্তাও দিয়েছেন বাইডেন।

রাশিয়ার হামলার পর থেকে অস্ত্র, অর্থ সব দিক থেকেই ইউক্রেনকে সাহায্য করেছে এবং এখনও করছে জো বাইডেনের প্রশাসন। ভবিষ্যতেও এই সাহায্য অব্যাহত থাকবে বলে জেলেনস্কিকে আশ্বাস দিয়েছেন তিনি। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পরই এই ঘোষণা করেছেন বাইডেন।

পরে মার্কিন প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, ‘এই ভয়াবহ যুদ্ধের মধ্যে দিয়ে ৩০০ দিন কেটে গেল, বিশ্বাস করতে কষ্ট হয়। ইউক্রেনের সাধারণ মানুষের উপর রাশিয়ার এই আক্রমণ ইতিহাস মনে রাখবে।’ এরপরে জেলেনস্কি বলেন, ‘মার্কিন কংগ্রেস আমায় যেভাবে পাশে থেকে সমর্থন জানিয়েছে, তাতে আমি আপ্লুত। ইউক্রেনের সাধারণ জনগণের হয়ে আমেরিকার সকল বাসিন্দাদেরও ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে