ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১
Logo
logo

 ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের মসজিদ, নমাজ পড়তে এসে প্রাণ গেল ১০ জনের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২২, ০৩:০৪ পিএম

 ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের মসজিদ, নমাজ পড়তে এসে প্রাণ গেল ১০ জনের

 ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের মসজিদ, নমাজ পড়তে এসে প্রাণ গেল ১০ জনের

 জুম্মাবারের নমাজ চলার মাঝেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল উত্তর আফগানিস্তানের কুন্দুজ শহরের সুন্নি মসজিদ। মারা গিয়েছিলেন ৩৩ জন। সেই রেশ এখনও টাটকা। রমজানের শেষ শুক্রবারেও রেহাই মিলল না (Kabul Mosque Explosion)। ফের প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের মসজিদ। নমাজ পড়তে এসে প্রাণ গেল ১০ জনের। আহত ২০ জন।

কাবুলের খালিফা আগা গুল জান মসজিদে জুম্মাবারের নমাজ চলছিল। রমজানের শেষ শুক্রবারে ভিড়ও ছিল মসজিদে। শয়ে শয়ে মানুষ নমাজ পড়তে এসেছিলেন। আচমকাই তীব্র বিস্ফোরণ হয় মসজিদ চত্বরে। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কেঁপে ওঠে আশপাশের এলাকা। প্রাণ যায় ১০ জনের। গুরুতর জখম হন ২০ জন। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

তালিবান শাসিত অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ নফি তাকর বলেছেন, আফগান নিরাপত্তা রক্ষীরা আহতদের উদ্ধার করছেন (Kabul Mosque Explosion)। এখনও অবধি বিস্ফোরণে কারণ জানা যায়নি। কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী হামলার দায়ও স্বীকার করেনি।

Heroin Seized: ৪৫০ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত গুজরাত বন্দরে, সুতোর বান্ডিলে মিশিয়ে পাচার হচ্ছিল

স্থানীয়রা জানাচ্ছেন, বিস্ফোরণের তীব্রতায় মসজিদের আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে। সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। মসজিদের পাশের সরু গলিতে অ্য়াম্বুল্যান্সের ভিড়। একের পর এক মৃতদেহ বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এলাকা ঘিরে ফেলেছে আফগান বাহিনী।

প্রসঙ্গত, গত বছর তালিবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক ভাবে আক্রমণের নিশানা হচ্ছেন শিয়া জনগোষ্ঠীর মানুষ (Kabul Mosque Explosion)। পাশাপাশি হাজারা, তাজিক, উজবেক-সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরেও ক্রমাগত হামলার ঘটনা ঘটছে। একের পর এক মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটছে। তালিবান শাসিত আফগানিস্তানে দু’দিন আগেই মাজার-ই-শরিফের দুটি মসজিদে বিস্ফোরণে হয়। তাতেও কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর মিলেছিল। বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে আইসিস গোষ্ঠী। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২