ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২
Logo
logo

নতুন করে গাঁটছড়া ইমরানের প্রাক্তন স্ত্রীর, বিয়ে করলেন ১৩ বছরের ছোট যুবককে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২২, ১১:১২ পিএম

নতুন করে গাঁটছড়া ইমরানের প্রাক্তন স্ত্রীর, বিয়ে করলেন ১৩ বছরের ছোট যুবককে


নতুন করে গাঁটছড়া ইমরানের প্রাক্তন স্ত্রীর, বিয়ে করলেন ১৩ বছরের ছোট যুবককে

 বিয়ে করলেন ইমরান খানের (Imran Khan) প্রাক্তন স্ত্রী রেহাম খান (Reham Khan)। মডেল ও অভিনেতা মির্জা বিলাই বেগের সঙ্গে তাঁর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আমেরিকায়। রেহাম নিজেই সোশ্যাল মিডিয়ায় সকলকে সুখবর দিয়েছেন। জানিয়েছেন, ‘অবশেষে একজন মানুষকে পেলাম, যাঁকে বিশ্বাস করা যায়।’ 

৪৯ বছরের রেহাম এখন আমেরিকাতেই থাকেন। মির্জা বিলাইয়ের বয়স ৩৬ বছর। বিয়েতে তাঁর পরনে ছিল জাম রঙের স্যুট। রেহামের পরনে ছিল সাদা পোশাক। জানা যাচ্ছে, তাঁর নতুন স্বামী পেশায় একজন কর্পোরেট। তিনি প্রাক্তন মডেলও বটে।

২০১৫ সালে ইমরানের সঙ্গে বিয়ে হয় রেহামের। কিন্তু সেই বিয়ে ১০ মাসের বেশি টেকেনি। রেহাম ছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর দ্বিতীয় স্ত্রী। পরে নিজের আত্মজীবনীতে রেহাম জানিয়েছিলেন কেমন ছিল তাঁদের বিবাহিত জীবন। দাম্পত্যে থাকাকালীন রেহাম জানতে পারেন, ইমরানের অবৈধ সন্তানও আছে। এবং ভারতেও আছে তাঁর সন্তান। স্ত্রীর কাছে সে কথা লুকোননি ইমরান। তবে সেই গোপন কথা গোপন রাখেননি রেহাম। বরং গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছেন। কেন জানালেন? রেহামের উত্তর, কারও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তাঁর কিছু বলার নেই, আপত্তিরও নেই। কিন্তু তিনি তাঁর বিবাহিত জীবনের কথা জানাচ্ছেন, অন্য বহু মেয়েকে সচেতন করতেই। ঠিক কী পরিস্থিতির মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছিল, তা জানাতেই ও সতর্ক করতেই তাঁর এই খোলামোলা উপস্থাপনা।

আত্মজীবনীতে রেহামের এই দাবিকে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছিল সেই সময়। ইমরানও ক্ষোভ উগরে দেন প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে। বলেন, জীবনে অনেক ভুল করেছেন। তার মধ্যে অন্যতম রেহাম খানকে বিয়ে করা। তিনি বলেন, রেহাম সম্পর্কে তিনি সাধারণত বিশেষ কিছু বলেন না। তবে এই ভুলটির কথা না বললেই নয়। অবশেষে নতুন জীবনসঙ্গীকে নির্বাচন করলেন রেহাম। উল্লেখ্য, ইমরান থাকেন তাঁর তৃতীয় স্ত্রী বুশরা বিবির সঙ্গে।
সংবাদ প্রতিদিন/এনবিএস/২০২২/একে