ঢাকা, মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১
Logo
logo

আচমকা দাউদাউ আগুন বৃদ্ধাশ্রমে, ছাইয়ের স্তূপ থেকে উদ্ধার ২০ জন বৃদ্ধের ঝলসানো দেহ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম

আচমকা দাউদাউ আগুন বৃদ্ধাশ্রমে, ছাইয়ের স্তূপ থেকে উদ্ধার ২০ জন বৃদ্ধের ঝলসানো দেহ

আচমকা দাউদাউ আগুন বৃদ্ধাশ্রমে, ছাইয়ের স্তূপ থেকে উদ্ধার ২০ জন বৃদ্ধের ঝলসানো দেহ


 বৃদ্ধাশ্রমে (Home for Elderly) আগুন লেগে ঝলসে মৃত্যু হল ২০ জন বয়স্ক মানুষের (20 Killed)! শুক্রবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাশিয়ার সাইবেরিয়ার। 
জানা গেছে, ওই বেসরকারি বৃদ্ধাশ্রমে বেশ কয়েক জন বৃদ্ধ-বৃদ্ধা থাকতেন। গতকাল, আচমকাই ওই ভবনের তিনতলায় আগুন লেগে যায়। মনে করা হচ্ছে, ফায়ারপ্লেস থেকেই এই আগুন লাগে। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়, খবর দেওয়া হয় দমকলে।
কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঝলসে মারা যান ২০ জন। বাকিরা পারলেও, তাড়াহুড়ো করে বেরোতে পারেননি তাঁরা। আটকে পড়েন ভিতরেই। পরে পুড়ে ছাই হয়ে যাওয়া ওই বৃদ্ধাশ্রমের স্তূপ থেকে উদ্ধার হয় তাঁদের দেহ।

প্রশাসনিক সূত্রের খবর, ওই বৃদ্ধাশ্রমে অগ্নি নির্বাপক ব্যবস্থা-সহ অন্যান্য নিরাপত্তা পদ্ধতি কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি অনুমোদন ছাড়া চালানো এই সমস্ত ব্যক্তিগত উদ্যোগে সবসময় নজরদারি সম্ভব হয় না। সেই কারণেই বিপদের অবকাশ থেকে যেতে পারে অনেক সময়।

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে